HomeJob updatesWBPDCL Recruitment: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি

WBPDCL Recruitment: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি

সম্প্রতি WBPDCL- এ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ৬০ হাজার টাকা, ৮০ হাজার টাকার উপরে বেতনে এই শূন্যপদ গুলিতে আবেদনের জন্য যোগ্যতা, বয়স ইত্যাদি সম্পর্কে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

দেশের যেকোনো রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে ও মেয়েরা শূন্য পদ গুলির জন্য আবেদন করতে পারবেন যদি তারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হন। ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ইত্যাদি ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে নিয়োগের (WBPDCL Recruitment 2023) শুন্যপদ সংখ্যা, যোগ্যতা , বয়স , ইন্টারভিউ এর যাবতীয় বিষয় , ইত্যাদি সম্পর্কে।

পদের নাম-

  • Mines Manager
  • Safety Officer
  • Assistant Mines Manager
  • Blasting Officer
  • Surveyor
  • Overman

নিয়োগকারী সংস্থা:

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (West Bengal Power Development Corporation (WBPDCL)

মোট শূন্যপদ-

মোট ৪৫টি শূন্য পদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

  • Mines Manager: এই পদে কর্মরত প্রার্থীরা প্রত্যেক মাসে ৮২ হাজার টাকা বেতন পাবেন।
  • Safety Officer, Assistant Mines Manager, Blasting Officer, Welfare Officer: এই পদগুলিতে মাসিক ৬৩ হাজার টাকা বেতন দেওয়া হবে।
  • Surveyor ও Overman: এই পদগুলিতে মাসিক বেতন ৪১ হাজার টাকা।

আবেদন শুরু-

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ এর তারিখ ১৩ই মার্চ এবং ১৪ ই মার্চ।

বয়সসীমা-

সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

  • Mines Manager, Safety Officer, Assistant Mines Manager ও Blasting Officer: এই পদগুলিতে আবেদনের জন্য ডিপ্লোমা এবং স্নাতক পাস হতে হবে দেশের যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে।
  • Welfare Officer: এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ডিপ্লোমা/ MBA/MHRM পাশ হতে হবে।
  • Surveyor: এই পদগুলিতে আবেদনের জন্য সার্ভে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করা থাকতে হবে।
  • Overman: মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকলে এই পদে আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি-

সরাসরি ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

এই পদগুলোতে আবেদনের জন্য কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।

আবেদন পদ্ধতি-

বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত ডকুমেন্ট গুলি নিয়ে নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট তারিখে পৌঁছে যেতে হবে। সেখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদেরকে বাছাই করা হবে এবং পরবর্তীকালে বিভিন্ন পদগুলিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা:

Bidyut Unnayan Bhaban
Corporate Office – WBPDCL,
Block- LA, Plot No.-3/C,
Sector-III, Bidhannagar
Kolkata-700106

Important Links

Official Notification: Download Now
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular