HomeNewsমে মাসে ছুটি থাকবে কবে কবে? দেখে নিন তালিকা।

মে মাসে ছুটি থাকবে কবে কবে? দেখে নিন তালিকা।

চলতি মাস অর্থাৎ মে মাসে কতদিন ছুটি থাকবে স্কুল ও কলেজ? এই গরমের মরশুমে গরমের ছুটি ছাড়া আর কবে কবে ছুটি থাকবে জেনে নিন।

মে মাস হল ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে আনন্দের মাস কারণ এই মাসেই পরে গ্রীষ্মের ছুটি। গরমের মধ্যে বাড়িতে আনন্দে ছুটি কাটাতে কে না চায়! তাই তারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এই মাসের ছুটির জন্য। মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে যায় ছুটি।

এই গরমের ছুটি বাদে অন্যান্য ছুটির দিনগুলি নির্ভর করে স্কুলের ব্যক্তিগত মতামত ও সিদ্ধান্তের ওপর। গ্রীষ্মকালীন ছুটি সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে জুনের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। এছাড়াও গরমের তাপমাত্রা অনুযায়ী ছুটির হেরফের হতে পারে।

জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে মূলত স্কুলগুলি পুনরায় শুরু হয়ে নিয়মিত ক্লাস শুরু হয় সাধারণত। এছাড়াও যে কদিন ছুটি আছে এই মাসে সেগুলি জেনে নিন।

৮ মে, ২০২৪ (বুধবার)- রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী
২৩ মে, ২০২৪ (বৃহস্পতিবার)- বুদ্ধ পূর্ণিমা

এই প্রসঙ্গে বলে রাখি যে এই মাসেই শুরু হচ্ছে নির্বাচন আর তাই এই দুটি ছুটি ছাড়াও সমস্ত নির্বাচনী এলাকা এবং রাজ্য যেখানে লোকসভা নির্বাচন ২০২৪ -এর তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে এবং ষষ্ঠ দফা ২৫ মে -এ ভোটগ্রহণ হবে সেই দিনগুলিতে সেইসব এলাকায় স্কুলগুলির জন্য ছুটি ঘোষণা করা হয়েছে কারণ ওই স্কুলগুলির বেশিরভাগই অস্থায়ীভাবে ভোটকেন্দ্রে রূপান্তরিত হয়েছে৷

See also  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular