HomeEducation Newsউচ্চমাধ্যমিক রেজাল্ট 2024। (Check Now)। WB HS Result 2024

উচ্চমাধ্যমিক রেজাল্ট 2024। (Check Now)। WB HS Result 2024

উচ্চমাধ্যমিক রেজাল্ট 2024(WB HS Result 2024): এবছরের উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৪ কবে প্রকাশিত হবে? এবিষয়ে পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে।

West Bengal Council Of Higher Secondary Education এর অধীনে প্রত্যেক বছর ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার (High Secondary Exam West Bengal) আয়োজন করা হয়। এই পেজে আপনারা উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৪ সম্পর্কে জানতে পারবেন।

এই পেজে উচ্চমাধ্যমিকের ফলাফল ২০২৪ কিভাবে দেখা যাবে এবং ছাত্রছাত্রীদের মনে বর্তমানে একটি বড়ো প্রশ্ন ‘উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৪ কবে বেরোবে? ‘ সেই বিষয়ে উত্তর দেওয়া হলো।

এবছরের উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে ৮ই মে ২০২৪ (বুধবার)। রেজাল্ট অনলাইনে দেখা যাবে আজ দুপুর 3টা থেকে। মেধাতলিকা প্রকাশিত হবে দুপুর ১ টা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে।

মাধ্যমিকের ফলাফল বেরোনোর ছয় দিন পর প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেইমতো আগামী ৮ই মে তারিখে প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরের ১৬-২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার জন।

Table of Contents

West Bengal HS Result 2024- Details :

বোর্ড নাম:পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)
পরীক্ষার সাল:2024
পরীক্ষার নাম:Madhyamik
রেজাল্ট প্রকাশের তারিখ:8th May 2024
অফিসিয়াল ওয়েবসাইট:https://wbchse.wb.gov.in
রেজাল্ট দেখার পোর্টাল:wbresults.nic.in

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে?

চলতি বছর ২০২৪ এ, ১৬-২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা বহুদিন ধরেই ফলাফলের জন্য অপেক্ষা করে আসছিলেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ৮ই মে অর্থাৎ আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল(HS Result 2024) প্রকাশ করা হবে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কখন বেরোবে?
(When Will Hs Result Be Published?)

প্রতিবছর প্রেস কনফারেন্স(Press Conference HS) এর মাধ্যমে দুপুর 1 টার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তার প্রায় ৩ ঘটিকা থেকেই থেকেই ছাত্র-ছাত্রীরা তাদের ফলাফল চেক করতে পারবেন।

WB HS Result 2024 Website Link :
(রেজাল্ট দেখা যাবে ৮ই মে 3টা থেকেই, নীচের লিঙ্কে ক্লিক করে…👇)

madhyamik-result-direct-link-2023

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিভাবে চেক করা যায়?
(How To Check High Secondary Exam Result?)

উচ্চ মাধ্যমিকের ফলাফল চেক করা যায় অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের(West Bengal Council Of Higher Secondary Education) তরফ থেকে বেশ কয়েকটি ওয়েবসাইট দেওয়া হয় , যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারেন। এছাড়া উচ্চ মাধ্যমিক বোর্ডের অফিসিয়াল app থেকেও ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবেন।

West-Bengal-Board-of-Secondary-Exam-Results-2023
West-Bengal-Board-of-Secondary-Exam-Results-2024
  • প্রথমে প্রবেশ করুন @https://wbresults.nic.in সাইটে।
  • এরপর “Latest Announcement” সেকশনে দেখুন “West Bengal Council of Higher Secondary Education(Uccha Madhyamik Pariksha) Examination-2024” লেখা আছে। সেখানে ক্লিক করুন।
  • এরপর নতুন একটি পেজ খুলে আসবে।
  • সেখানে প্রয়োজনীয় জানতে চাওয়া তথ্যগুলি বসিয়ে দিন।
    যেমন- রোল নম্বর, জন্ম তারিখ এবং একটি ক্যাপচা দেওয়া থাকবে সেটি দেখে দেখে বসাতে হবে।
  • এরপর সবকিছু চেক করে বাটনে প্রেস করতে হবে।
  • এরপর স্ক্রিনে “ডিজিটাল মার্কশিট” আসবে সেটি মনে করলে আপনি স্ক্রিনশট তুলে রাখতে পারেন।

কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যায়?
(Official Websites to Know HS Exam Result 2024 Online)

নিম্নলিখিত ওয়েবসাইটগুলি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।

১. www.wbresults.nic.in
২. http://www.indiaresults.com/
৩.www.results.shiksha
৪. www.indiaresults.com
৫. https://www.fastresult.in/
৬. www.technoindiagroup.com
৭. www.abplive.com
৮. https://aajkaal.in/hsresult/
৯. www.abpeducation.com
১০. www.news18bangla.com

অ্যাপের মাধ্যমে কিভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?
(How To Check High Secondary Exam 2024 Result By App?)

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 (WBCHSE Result 2024) দেখার জন্য Google Play Store থেকে ‘WBCHSE Results 2024’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।

  • প্রথমে প্লে-স্টোরে প্রবেশ করুন।
  • APP-এর মাধ্যমে HS রেজাল্ট দেখার নিয়ম
  • এরপর “WBCHSE Results 2024” লিখে সার্চ করুন।
  • সর্বাধিক রেটিং যুক্ত অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুণ।
  • এরপর ওয়েবসাইটের পেজের মতোই সমস্ত তথ্য বসিয়ে আপনি রেজাল্ট দেখতে পারবেন।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন কিভাবে?
(How To Check High Exam 2024 Result?)

অনলাইন ওয়েবসাইটগুলি থেকে বা অ্যাপের মাধ্যমে আপনাদেরকে রেজাল্ট চেক করতে হবে। শুধুমাত্র রোল নাম্বার বসালেই রেজাল্ট দেখা যাবে।

মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2024) দেখার জন্য যেমন রোল নম্বর এর পাশাপাশি জন্ম তারিখ বসাতে হয়, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে তেমনটি করার দরকার নেই। শুধুমাত্র রোল নম্বরটি বসালেই রেজাল্ট জানা যাবে।

উচ্চ মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট কবে, কিভাবে পাবেন?
(How to get HS Marksheet and Certificate)

যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, তার কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কশিট এবং সার্টিফিকেট (HS Marksheet and Certificate 2024) হাতে পাবেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোন নম্বর নিয়ে সংশয় থাকলে কি করবেন?

অনেক সময় দেখা যায় পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট কোনো একটি বিষয়ে নম্বর কম পেয়েছেন ছাত্র-ছাত্রীরা। যে কোন বিষয়ে যে কোন নম্বর নিয়ে যদি ছাত্রছাত্রীদের মধ্যে কোন সংশয় থাকে তাহলে তারা স্ক্রুটিনি (HS Result Scrutiny) বা রিভিউ করার আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে স্ক্রুটিনি বা রিভিউ এর আবেদনপত্র জমা করা যায়। সংসদের পক্ষ থেকে নির্দিষ্ট একটি সময়সীমা জানিয়ে দেওয়া হবে, যে তারিখ পর্যন্ত স্ক্রুটিনি বা রিভিউ এর জন্য আবেদন করতে পারবেন।

এই রইল উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন রকম খুঁটিনাটি বিষয়গুলি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৪, সিলেবাস এবং অন্যান্য আরো বিষয় সংক্রান্ত কোন আপডেট যদি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়, তাহলে পরবর্তীকালে আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular