উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023(WB HS Result 2023): এবছরের উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৩ কবে প্রকাশিত হবে? এবিষয়ে পর্ষদ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে।
West Bengal Council Of Higher Secondary Education এর অধীনে প্রত্যেক বছর ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার (High Secondary Exam West Bengal) আয়োজন করা হয়। এই পেজে আপনারা উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৩ সম্পর্কে জানতে পারবেন।
এই পেজে উচ্চমাধ্যমিকের ফলাফল ২০২৩ কিভাবে দেখা যাবে এবং ছাত্রছাত্রীদের মনে বর্তমানে একটি বড়ো প্রশ্ন ‘উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৩ কবে বেরোবে? ‘ সেই বিষয়ে উত্তর দেওয়া হলো।
এবছরের উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে ২৪সে মে ২০২৩ (বুধবার)। রেজাল্ট অনলাইনে দেখা যাবে দুপুর ১২টা ৩০মিনিট থেকে। মেধাতলিকা প্রকাশিত হবে সকাল ১১ টা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে।
পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু টুইট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করেছিলেন। মাধ্যমিকের ফলাফল বেরোনোর পাঁচ দিন পর প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেইমতো আগামী ২৪ মে তারিখে প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরের 14 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত চলেছিল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার জন। গত বছরের তুলনায় এই সংখ্যাটি প্রায় এক লক্ষ দশ হাজার বেশি।
West Bengal HS Result 2023- Details :
বোর্ড নাম: | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE) |
---|---|
পরীক্ষার সাল: | 2023 |
পরীক্ষার নাম: | Madhyamik |
রেজাল্ট প্রকাশের তারিখ: | 24th May 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট: | https://wbchse.wb.gov.in |
রেজাল্ট দেখার পোর্টাল: | wbresults.nic.in |
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে?
চলতি বছর ২০২৩ এ, ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা বহুদিন ধরেই ফলাফলের জন্য অপেক্ষা করে আসছিলেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ২৪ মে তারিখে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল(HS Result 2023) প্রকাশ করা হবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কখন বেরোবে?
(When Will Hs Result Be Published?)
প্রতিবছর প্রেস কনফারেন্স(Press Conference HS) এর মাধ্যমে বেলা 11 টার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তার প্রায় ৩০ মিনিট পর থেকেই ছাত্র-ছাত্রীরা তাদের ফলাফল চেক করতে পারবেন।
WB HS Result 2023 Website Link :
(রেজাল্ট দেখা যাবে ২৪শে মে ১২টা 30 মিনিট থেকেই, নীচের লিঙ্কে ক্লিক করে…👇)
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিভাবে চেক করা যায়?
(How To Check High Secondary Exam Result?)
উচ্চ মাধ্যমিকের ফলাফল চেক করা যায় অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের(West Bengal Council Of Higher Secondary Education) তরফ থেকে বেশ কয়েকটি ওয়েবসাইট দেওয়া হয় , যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারেন। এছাড়া উচ্চ মাধ্যমিক বোর্ডের অফিসিয়াল app থেকেও ছাত্রছাত্রীরা তাদের ফলাফল জানতে পারবেন।
- প্রথমে প্রবেশ করুন @https://wbresults.nic.in সাইটে।
- এরপর “Latest Announcement” সেকশনে দেখুন “West Bengal Council of Higher Secondary Education(Uccha Madhyamik Pariksha) Examination-2023” লেখা আছে। সেখানে ক্লিক করুন।
- এরপর নতুন একটি পেজ খুলে আসবে।
- সেখানে প্রয়োজনীয় জানতে চাওয়া তথ্যগুলি বসিয়ে দিন।
যেমন- রোল নম্বর, জন্ম তারিখ এবং একটি ক্যাপচা দেওয়া থাকবে সেটি দেখে দেখে বসাতে হবে। - এরপর সবকিছু চেক করে বাটনে প্রেস করতে হবে।
- এরপর স্ক্রিনে “ডিজিটাল মার্কশিট” আসবে সেটি মনে করলে আপনি স্ক্রিনশট তুলে রাখতে পারেন।
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যায়?
(Official Websites to Know HS Exam Result 2023 Online)
নিম্নলিখিত ওয়েবসাইটগুলি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন।
১. www.wbresults.nic.in
২. http://www.indiaresults.com/
৩.www.results.shiksha
৪. www.indiaresults.com
৫. https://www.fastresult.in/
৬. www.technoindiagroup.com
৭. www.abplive.com
৮. https://aajkaal.in/hsresult/
৯. www.abpeducation.com
১০. www.news18bangla.com
অ্যাপের মাধ্যমে কিভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে?
(How To Check High Secondary Exam 2023 Result By App?)
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023 (WBCHSE Result 2023) দেখার জন্য Google Play Store থেকে ‘WBCHSE Results 2023’ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।
- প্রথমে প্লে-স্টোরে প্রবেশ করুন।
- APP-এর মাধ্যমে HS রেজাল্ট দেখার নিয়ম
- এরপর “WBCHSE Results 2022” লিখে সার্চ করুন।
- সর্বাধিক রেটিং যুক্ত অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুণ।
- এরপর ওয়েবসাইটের পেজের মতোই সমস্ত তথ্য বসিয়ে আপনি রেজাল্ট দেখতে পারবেন।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন কিভাবে?
(How To Check High Exam 2023 Result?)
অনলাইন ওয়েবসাইটগুলি থেকে বা অ্যাপের মাধ্যমে আপনাদেরকে রেজাল্ট চেক করতে হবে। শুধুমাত্র রোল নাম্বার বসালেই রেজাল্ট দেখা যাবে।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2023) দেখার জন্য যেমন রোল নম্বর এর পাশাপাশি জন্ম তারিখ বসাতে হয়, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে তেমনটি করার দরকার নেই। শুধুমাত্র রোল নম্বরটি বসালেই রেজাল্ট জানা যাবে।
উচ্চ মাধ্যমিক মার্কশীট ও সার্টিফিকেট কবে, কিভাবে পাবেন?
(How to get HS Marksheet and Certificate)
যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, তার কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কশিট এবং সার্টিফিকেট (HS Marksheet and Certificate 2023)0হাতে পাবেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোন নম্বর নিয়ে সংশয় থাকলে কি করবেন?
অনেক সময় দেখা যায় পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট কোনো একটি বিষয়ে নম্বর কম পেয়েছেন ছাত্র-ছাত্রীরা। যে কোন বিষয়ে যে কোন নম্বর নিয়ে যদি ছাত্রছাত্রীদের মধ্যে কোন সংশয় থাকে তাহলে তারা স্ক্রুটিনি (HS Result Scrutiny) বা রিভিউ করার আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে স্ক্রুটিনি বা রিভিউ এর আবেদনপত্র জমা করা যায়। সংসদের পক্ষ থেকে নির্দিষ্ট একটি সময়সীমা জানিয়ে দেওয়া হবে, যে তারিখ পর্যন্ত স্ক্রুটিনি বা রিভিউ এর জন্য আবেদন করতে পারবেন।
উচ্চ মাধ্যমিক এর রুটিন 2023 কি ছিল?
(West Bengal HS Routine 2023)
দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন।
- ১৪ই মার্চ- বাংলা, ইংরেজি, নেপালি, তেলেগু, উড়িয়া, পাঞ্জাবি, উর্দু , হিন্দি। (প্রথম ভাষা)
- ১৫ই মার্চ- ইংরেজি, বাংলা, নেপালি, হিন্দি, অল্টারনেটিভ ইংলিশ। (দ্বিতীয় ভাষা)
- ১৭ ই মার্চ: অটোমোবাইল, ট্যুরিজম অ্যান্ড হসপিটাকোটি,হেলথ কেয়ার, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস,কনস্ট্রাকশন, ইলেক্ট্রনিক্স, প্লাম্বিং, এগ্রিকালচার, বিউটি এন্ড ওয়েলনেস,।
- ১৮ই মার্চ- Biological Science, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স।
- ২০ মার্চ- ম্যাথমেটিক্স, অ্যানথ্রোলজি, সাইকোলজি,ইতিহাস।
- ২১ মার্চ- মিউজিক, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, ভিসুয়াল আর্টস, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ।
- ২২ মার্চ- কমার্শিয়াল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি।
- ২৩ মার্চ- নিউট্রিশন, ফিজিক্স, অ্যাকাউন্ট্যান্সি,এডুকেশন।
- ২৪ মার্চ- অর্থনীতি।
- ২৫ মার্চ- Journalism and Mass Communication, পার্সি, কেমিস্ট্রি,আরবি, ফরাসি, সংস্কৃত।
- ২৭ মার্চ- ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন,Home Management and Family Resource Management।
এই রইল উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন রকম খুঁটিনাটি বিষয়গুলি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩, সিলেবাস এবং অন্যান্য আরো বিষয় সংক্রান্ত কোন আপডেট যদি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়, তাহলে পরবর্তীকালে আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।