HomeJob updatesভারতীয় রেলের তরফে কর্মী নিয়োগের সুযোগ। মিলবে মোটা টাকার মাইনে। জেনে নিন...

ভারতীয় রেলের তরফে কর্মী নিয়োগের সুযোগ। মিলবে মোটা টাকার মাইনে। জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি ভারতীয় রেলের তরফে দেশের সমস্ত যোগ্য প্রার্থীদের জন্য কর্মী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে এই সম্পর্কে জানানো হয়েছে। পুরো পদ্ধতিটিই হবে অনলাইনের মাধ্যমে। দেশের তথা পশ্চিমবঙ্গের যেকোনো যোগ্য প্রার্থীই আবেদন করতে পারেন এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

পদের নাম:

Assistant Loco Pilot

শূন্যপদের সংখ্যা:

মোট ৫৬৯৬টি।

বয়সসীমা:

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

মাসিক বেতন:

রেলের নিয়ম অনুযায়ী লেভেল 2 এর মাফিক বেতন দেওয়া হবে।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক (Indian Citizen) হতে হবে এবং একটি সচিত্র পরিচয়পত্র থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।
iii) সংশ্লিষ্ট ট্রেডের বিষয়ে জ্ঞান থাকতে হবে অথবা দেশের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে জ্ঞান লাভ করে থাকতে হবে।
iv) আবেদনকারীকে সম্পূর্ণরূপে শারীরিক সক্ষম হতে হবে বিশেষ করে দৃষ্টিশক্তি প্রখর হতে হবে।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য রেলের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে প্রার্থীকে।
iii) এরপর বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট অনুযায়ী প্রার্থীদের নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন করতে হবে এবং আবেদন করার শেষে সমস্ত জরুরি তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।

আবেদন ফি:

i) UR/OBC/MALE : ৫০০/-
ii) SC/ST/FEMALE/TRANSGENDER/EX-SERVICEMEN/MINORITY OR EBC : ২৫০/-

নিয়োগ প্রক্রিয়া:

প্রার্থীদের দুটি ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
i) প্রথম ধাপে থাকবে গণিত, রিজনিং, জেনারেল নলেজ (Mathematics, Reasoning, General Knowledge) ইত্যাদি অন্যান্য বিষয়।
ii) প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে হবে অন্য ধাপের পরীক্ষা এবং এরপরেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন শুরু:

২০/০১/২০২৪

আবেদন শেষ:

১৯/০২/২০২৪

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular