প্রতিবছর বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয় বিভিন্ন রকম স্কলারশিপ। পশ্চিমবঙ্গেও চালু রয়েছে এমন বেশ কিছু স্কলারশিপ এবং প্রত্যেক বছর বহু সংখ্যক ছাত্রছাত্রীকে এই স্কলারশিপ প্রোগ্রাম এর মাধ্যমে কয়েক হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ,স্নাতক এবং স্নাতকোত্তরে মেধাবী এবং দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রাম এর মাধ্যমে আর্থিক সাহায্য করা হয় বৃত্তি বা স্কলারশিপ হিসেবে।
গত বছর এবং এ বছরের যারা স্কলারশিপ পাওয়ার যোগ্য, তারা অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রামে স্কলারশিপ পাবার জন্য আবেদন করেছিলেন। তবে দেখা যাচ্ছে যে অধিকাংশের স্কলারশিপ রিজেক্ট করা হয়েছে। বহু ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মনে প্রশ্ন জাগছে যে সব রকম প্রসেস ঠিকঠাক করে জমা দেবার সত্ত্বেও কেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিজেক্ট করা হচ্ছে।
বহু ছাত্র-ছাত্রী যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রাম এর স্ট্যাটাস চেক করছেন তখন সেখানে অ্যাপ্লিকেশন রিজেক্টটেড (SVMCM Scholarship Application Rejected) লেখা দেখাচ্ছে। এর অর্থ হলো এই সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রাম থেকে কোনরকম টাকা পাবেন না।
বহুদিন আগেই সরকার একটি প্রস্তাব এনেছিল। যেখানে বলা হয়েছিল যে, একই ছাত্র দুটি আলাদা সরকারি স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। তবে এর আগে বহু সংখ্যক ছাত্র একই সাথে দুটি স্কলারশিপ প্রোগ্রামের আবেদন করে দুটি থেকেই টাকা পেয়েছেন। তবে সম্প্রতি এই বিষয়ে করা হয়েছে রাজ্য সরকার এবং শিক্ষা পর্ষদ।
সরকারের নির্দেশিকাকে গুরুত্ব না দিয়ে বহু সংখ্যক ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং Oasis Scholarship দুটিতেই আবেদন করেছেন সম্প্রতি।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করার সময় যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টটেড লেখা দেখাচ্ছে সেখানে ট্রাক অ্যাপ্লিকেশন (Track Application) এ ক্লিক করলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কারণ দেখানো হচ্ছে।
কারণ হিসেবে বলা হচ্ছে ছাত্রছাত্রীরা আগেই ওয়াসিস বা অন্যান্য কোন সরকারি স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করেছেন এবং সেই আবেদনটি এপ্রুভ হয়ে গেছে । এই কারণে পরে আবেদন করা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি তাদের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে।
প্রথমদিকে ছাত্রছাত্রীরা যে প্রোগ্রামে আবেদন করেছিল সেই প্রোগ্রাম এর স্কলারশিপ এর টাকা ছাত্রছাত্রীরা পাবেন এবং পরে যে সরকারি স্কলারশিপ প্রোগ্রামের ছাত্র-ছাত্রীরা আবেদন করেছেন সেই আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে।
তবে একজন ছাত্র বা ছাত্রী একটি সরকারি স্কলারশিপ প্রোগ্রাম এর পাশাপাশি আরো বহু বেসরকারি প্রোগ্রামে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তবে একইসঙ্গে দুটি সরকারি স্কলারশিপ এ আবেদন করা যাবে না। পরেরবার আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই বিষয়ে সচেতন বলে মনে করা হচ্ছে।