HomeScholarshipস্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে, কিভাবে পাবেন জানুন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে, কিভাবে পাবেন জানুন।

একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পাশাপাশি কলেজের বিভিন্ন কোর্সের পড়ুয়াদের জন্য তাঁদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্যের জন্য বৃত্তি হিসেবে দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের (Scholarship) মূল উদ্দেশ্য হলো রাজ্যের গরীব অথচ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করা যাতে তারা কোনোভাবেই পড়াশোনার ক্ষেত্রে বাধা না পায়। পরবর্তীকালে তারা যাতে পরিবারের পাশে দাঁড়াতে পারে।

তাহলে এবার জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করা যায়? কবে টাকা ঢোকে এই বৃত্তির। জেনে রাখা উচিত এই প্রসঙ্গে যে এই আবেদন কিন্তু করা যায় শুধুমাত্র অনলাইনে(Online)। আবেদন পদ্ধতি সহ বাকি সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।

প্রথমত জেনে নেওয়া জরুরী যে শুধুমাত্র আবেদন করলেই হবেনা। আবেদনের পর আপনার পারিবারিক আয় খতিয়ে দেখা হয়। যেসব পড়ুয়ার নম্বর বেশি এবং পারিবারিক আয় কম, তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়। সেই তালিকা অনুযায়ী একটি মেধা তালিকা গঠন করা হয়। এরপরে সেইসব পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) মারফত টাকা পাঠানো হয়।

যদি সমস্ত কিছু সঠিক থাকা স্বত্বেও আপনি টাকা না পান তাহলে সরাসরি কর্তৃপক্ষকে জানাতে হবে। কিভাবে জেনে নিন।

১) সবার আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যান।
২) হোমপেজে গিয়ে Grievance Registration বিকল্পে ক্লিক করুন৷
৩) এরপর আপনি দুটি বিকল্প দেখতে পাবেন: Registered applicant এবং Not registered applicant!
৪) যে বিকল্পটি আপনার ক্ষেত্রে সঠিক সেটি বেছে নিয়ে রেজিস্ট্রেশন (Registration) করে আপনাকে লগ ইন করতে হবে।
৫) এরপর সঠিক তথ্য সহকারে ফর্মটি ফিলাপ করে অভিযোগ করুন।
৬) এরপরে সাবমিট (Submit) করুন।

ভোটপর্ব মিটলেই সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা আবার শুরু হবে। চিন্তা করবেন না। ধৈর্য্য ধরুন। আপনার অভিযোগটি এপ্রুভ হলে তবেই টাকা পাবেন সেটি মাথায় রাখুন। এপ্রুভ হয়েছে কিনা জানতে হলে নিচে দেওয়া পদ্ধতিগুলি ব্যবহার করুন:

১) প্রথমে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যান।
২) ওয়েবসাইটে ক্লিক করে একটি পপ আপ (Pop Up) দেখলে তাতে ক্লিক করুন।
৩) এবার Applicant Login এ ক্লিক করে আপনার এপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড ও যা যা দরকারি তা দিন।
৪) এরপরে Track Application এ ক্লিক করে আপনার এপ্লিকেশন এপ্রুভ হয়েছে কিনা দেখুন।

বিস্তারিত দেখে নিন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

Official Website Link:
svmcm.wbhed.gov.in

-Written by Riya Ghosh

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular