HomeScholarshipপশ্চিমবঙ্গের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? সম্পূর্ণ তথ্য জেনে নিন।

পশ্চিমবঙ্গের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? সম্পূর্ণ তথ্য জেনে নিন।

রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মেধাবী পড়ুয়াএবং দুঃস্থ পড়ুয়াদের কথা ভেবে অনেকগুলি স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করে থাকে। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য লঞ্চ করা হয় স্কলারশিপ প্রোগ্রাম গুলি। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি সরকারি স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। অনেকে এই স্কলারশিপ প্রোগ্রামকে বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhavan Scholarship) নামেও চেনে। প্রত্যেক বছর রাজ্যের বহু সংখ্যক ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর মাধ্যমে বৃত্তি পেয়ে থাকেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়ারা বছরে ন্যূনতম 12000 টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পান সরকারের পক্ষ থেকে। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি, কোন শিক্ষা স্তরের ছাত্রছাত্রীরা কত টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন ইত্যাদি বিষয়গুলি।

Swami Vivekananda Scholarship 2023 আবেদনের যোগ্যতাঃ-

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রাম এ আবেদন করার জন্য ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • রাজ্যের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত হতে হবে পড়ুয়াকে।
  • পড়ুয়ার পরিবারের বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
  • যে বছর কোন ছাত্র বা ছাত্রী আবেদন করছেন, তাকে পূর্ববর্তী বছরে অন্তত ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

Swami Vivekananda Scholarship 2023 আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?

  • পূর্ববর্তী যে শ্রেণীর নম্বরের ভিত্তিতে আবেদন করা হচ্ছে, সেই ক্লাসের উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র।
  • কোন সরকারি প্রতিষ্ঠান থেকে নেওয়া পরিবারের আয়ের প্রমাণপত্র।
  • ছাত্র বা ছাত্রীর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড।
  • যিনি স্কলারশিপ এর জন্য আবেদন করছেন, তার রঙিন ফটো, ব্যাংক একাউন্টের ডিটেলস।

Swami Vivekananda Scholarship 2023 -এ কিভাবে আবেদন করবেন?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদনের জন্য প্রথমে অনলাইন এবং অফলাইন দুই রকম সুবিধা উপলব্ধ ছিল। তবে বর্তমানে সমগ্র প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা হয়।

  • www.svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
  • নিজের নাম, মোবাইল নাম্বার, Email এবং জন্মের বিবরণ দিয়ে রেজিস্টার করতে হবে।
  • মোবাইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড বসালে রেজিস্টার হবে এবং নতুন একাউন্ট খুলে যাবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবার পর লগইন অপশন থেকে লগইন করে নিতে হবে।
  • একটি ছবি এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
  • ব্যাংকের যাবতীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
  • বয়সের প্রমাণ পত্র, উত্তীর্ণ হবার প্রমাণপত্রসহ পূর্বে বর্ণিত সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর Save And Continue অপশনে ক্লিক করলে আপনার আবেদন সম্পূর্ন হবে।

Swami Vivekananda Scholarship 2023 কত টাকা বৃত্তি পাওয়া যায়?

  • ১১ এবং ১২ শ্রেণীর ক্ষেত্রে বছরে ১২ হাজার টাকা পাওয়া যায়।
  • পলিটেকনিক এর জন্য পাওয়া যায় মাসিক ১,৫০০ টাকা।
  • স্নাতক- এ মাসিক ১ হাজার টাকা।
  • স্নাতক ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল ৫,০০০ টাকা।
  • পোস্ট গ্র্যাজুয়েশন আর্ট ও কমার্স বিভাগের জন্য ২,০০০ টাকা।
  • স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং এবং M.Phil এর ক্ষেত্রে ৫,০০০ টাকা।
  • Phd প্রতিমাসে সর্বোচ্চ ৮,০০০ টাকা।

প্রত্যেক বছর রাজ্যের বহু সংখ্যক পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে উপকৃত হন। তবে এ বছর বহু সংখ্যক ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে। কি কারনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমরা আগের প্রতিবেদনে বিশদে লেখেছি।

তাই ছাত্রছাত্রীরা যেন আগামীতে এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের সময় এবারের ছাত্রছাত্রীদের মতো ভুল না করেন। তাহলে আটকে যেতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular