HomeScholarshipমাধ্যমিক পাশের পরে এক ঝাঁক সরকারি স্কলারশিপের সুযোগ ছাত্রছাত্রীর জন্য।

মাধ্যমিক পাশের পরে এক ঝাঁক সরকারি স্কলারশিপের সুযোগ ছাত্রছাত্রীর জন্য।

সদ্য প্রকাশিত হয়েছে এই বছরের অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার সকল উত্তীর্ণ ছাত্রছাত্রী প্রস্তুতি নিচ্ছে তাদের পছন্দের স্ট্রিম নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির। নতুন ক্লাস মানে নতুন বই, খাতা, ভর্তির খরচ ইত্যাদি। কিন্তু এই সময়ে সবথেকে বেশি সমস্যাতে পরেছে গরীব ঘরের মেধাবী পড়ুয়ারা। কারণ একটাই, অর্থ সঙ্কট। আর সেই সমস্যা দূরীকরণে আমরা আজ এমন কিছু সরকারি স্কলারশিপ অথবা বৃত্তির কথা বলতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে যাতে ছাত্রছাত্রীদের ভীষণ উপকার হবে।

Table of Contents

যেসমস্ত বৃত্তির কথা এই প্রতিবেদনে বলতে চলেছি সেগুলি হলো:
১. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ/বিকাশ ভবন স্কলারশিপ
২. ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (শিক্ষাশ্রী প্রকল্প)
৩. নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ
৪. পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ
৫. কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ

এবারে আসুন এই স্কলারশিপগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে জানা যাক।

১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ/বিকাশ ভবন স্কলারশিপ (Swami Vivekananda Scholarship Bikash Bhaban):

i) আবশ্যিক যোগ্যতা:
a) এই স্কলারশিপে আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
b) পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর অবশ্যই ৬০% হতে হবে।
c) পড়ুয়া ও তার পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

See also  Swami Vivekananda Scholarship 2025: পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ, এখনই জেনে নিন আবেদন প্রক্রিয়া

ii) আবেদন পদ্ধতি:
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

iii) বৃত্তির অর্থের পরিমাণ:
মাথাপিছু প্রতি পড়ুয়া ১২ হাজার টাকা থেকে শুরু করে ৯৬ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন।

Official Website Link:
svmcm.wbhed.gov.in

২) ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ বা শিক্ষাশ্রী প্রকল্প (OASIS Post Matric Scholarship 2023):

i) আবশ্যিক যোগ্যতা:
a) আবেদনকারী পড়ুয়ার পারিবারিক আয় বার্ষিক ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
b) পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
c) পড়ুয়া ও তার পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ii) আবেদন পদ্ধতি:
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

iii) বৃত্তির অর্থের পরিমাণ:
পড়ুয়া ২,০০০-৩,৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

Official Website Link:
oasis.gov.in

৩) নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ (Nabanna/Uttar Kanya Scholarship):

i) আবশ্যিক যোগ্যতা:
a) আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ৬০ হাজার টাকার কম হতে হবে।
b) যেসকল পড়ুয়া মাধ্যমিক পরীক্ষাতে ৬৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র তারাই আবেদনের যোগ্য।
c) পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

See also  উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৯ মাসের বিশেষ কোর্স।

ii) আবেদন পদ্ধতি:
অফলাইনে আবেদন করা যাবে।

iii) বৃত্তির অর্থের পরিমাণ:

পড়ুয়া ১০ হাজার টাকা পাবেন।

Official Website Link:
cmrf.wb.gov.in

৪) পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ (Aikashree Scholarship 2022):

i) আবশ্যিক যোগ্যতা:
a) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।
b) পড়ুয়ার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৫০% হতে হবে।
c) পড়ুয়াকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, জৈন ইত্যাদি সম্প্রদায়ের হতে হবে।
d) পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ii) আবেদন পদ্ধতি
আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।

iii) বৃত্তির অর্থের পরিমাণ:
পড়ুয়াকে এই বৃত্তিতে ১৬ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

Official Website Link:
wbmdfcscholarship.in

৫) কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship Portal):

i) আবশ্যিক যোগ্যতা:
a) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।
b) পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিকে ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
c) পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

ii) আবেদন পদ্ধতি:
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

See also  উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ৯ মাসের বিশেষ কোর্স।

iii) বৃত্তির অর্থের পরিমাণ:
পড়ুয়া ১০,০০০-৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন।

Official Website Link:
scholarship.gov.in

Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular