HomeScholarshipনবান্ন স্কলারশিপের টাকা ঢোকার ব্যাপারে জেনে নিন বিস্তারিত।

নবান্ন স্কলারশিপের টাকা ঢোকার ব্যাপারে জেনে নিন বিস্তারিত।

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) হলো রাজ্য সরকারের আয়োজিত এক বিশেষ অভিযান। এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর কয়েক লক্ষ পড়ুয়া লাভবান হয়ে থাকেন। এই বছর অর্থাৎ ২০২৩ সালে এই স্কলারশিপের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে জেনে নিন বিস্তারিত।

কি এই নবান্ন স্কলারশিপ?

রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একাধিক স্কলারশিপ শুরু করেছেন যার মধ্যে একটি হলো এই নবান্ন স্কলারশিপ। এছাড়াও কন্যাশ্রী, যুবশ্রীর (Kanyashri, Yubashri) অনেক প্রকল্পের আয়োজন করেছে সরকার। এবার কি এই নবান্ন স্কলারশিপ সেই প্রশ্ন অনেকের মনেই আসতে পারে। আসুন জেনে নিই।

রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, শুধুমাত্র তারাই এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য যোগ্য। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা অর্জন করে থাকলে ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারেন সহজেই এই বৃত্তির জন্য। কিভাবে জেনে নিন।

রাজ্যের দুঃস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই উদ্যোগ রাজ্য সরকারের। যেসব পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Vivekananda Scholarship) জন্য আবেদন জানাতে পারেন নি, তাঁদের জন্যই এই উদ্যোগ। আবেদন গৃহীত হলে পড়ুয়ারা ১০ হাজার টাকা করে বৃত্তি পাবেন।

আবশ্যিক যোগ্যতা:

  • i) আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা (Parmanant Residant) হতে হবে।
  • ii) আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে।
  • iii) পড়ুয়ার দেওয়া শেষ পরীক্ষায় পড়ুয়াকে অন্তত ৫০-৬০ শতাংশের মধ্যে নম্বর পেতে হবে।
  • iv) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থাকতে হবে যার সমস্ত জরুরি তথ্য আবেদনের সময় জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদনকারীকে আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে যেতে হবে নবান্ন স্কলারশিপের।
  • ii) ওয়েবসাইটে গিয়ে নতুন ভাবে স্কলারশিপের আবেদন ও রিনিউয়াল করার অপশন পাবেন। সংশ্লিষ্ট অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে পূরণ করার পরে সমস্ত তথ্যগুলি আপলোড করতে হবে।
  • iii) পূরণ করা হলে একবার মিলিয়ে নিয়ে সাবমিট করুন।
  • iv) এরপরে নিজের নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক (Status Check) করে চোখ রাখুন টাকা কবে অ্যাকাউন্টে আসবে সেটা।

স্ট্যাটাস চেক করার পদ্ধতি:

  • i) সবার আগে নবান্ন স্কলারশিপের ওয়েবসাইটে যেতে হবে।
  • ii) এবার ওয়েবসাইটের হোমপেজে ‘Applicant Services’ অপশনে থাকা ‘Check Application Status’ অপশনে ক্লিক করবেন।
  • iii) এরপরে স্কলারশিপের রেজিস্ট্রেশনের সময় যে নম্বরটি দিয়ে পূরণ করেছিলেন সেটি লিখবেন।
  • iv) এবার সেই নম্বরে একটি ওটিপি আসবে সেটিকে সঠিকভাবে দিতে হবে।
  • v) এরপর ‘Security Code’ ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পরই স্ক্রিনে স্কলারশিপের স্ট্যাটাস দেখা যাবে।

এই স্ট্যাটাস দেখলেই বোঝা যাবে বৃত্তির টাকা কবে ঢুকবে এবং কোনো ভুলভ্রান্তি আছে কিনা।

Official Website link: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular