Homeঅন্যান্যPAN Card invalid: এটি না করলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড,...

PAN Card invalid: এটি না করলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড, বিপদ এড়াতে এক্ষুনি চেক করুন

বর্তমানে Pan Card অন্যতম একটি গুরুত্বপূর্ণ নথি ভারতীয়দের কাছে। আয়কর, ব্যাংকিং এমনকি পরিচয়পত্র হিসাবেও ব্যবহার করা হয় Pan Card! ব্যাংকে টাকা তোলার লিমিট বাড়াতেও জমা করতে হয় প্যান কার্ড। এছাড়াও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা হিসেবে ব্যাংক একাউন্টে টাকা পাওয়া যায়, সেখানেও দরকার হয় প্যান কার্ড। তাই প্যান কার্ড বাতিল হয়ে গেলে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে গ্রাহকদের।

ভারতীয় আয়কর দপ্তর প্যান কার্ড গ্রাহকদের জন্য একটি শর্ত রেখেছিল। যে শর্তটি না মানলে আগামী মার্চ মাসের শেষেই বন্ধ হয়ে যাবে আপনার প্যান কার্ড এবং চরম ভ্রান্তির মুখে পড়তে হবে আপনাকে।

ভারতীয় আয়কর বিভাগ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সম্প্রতি এই বিষয়টি জানিয়েছে যে, আপনি যদি আগামী ৩১ শে মার্চের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক না করেন, তবে পরের দিন অর্থাৎ পহেলা এপ্রিল থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে আয়কর দপ্তরের পক্ষ থেকে।

ভারতীয় আয়কর দপ্তর এর পক্ষ থেকে গত ১৭ জানুয়ারি টুইটারে একটি টুইট করা হয়েছে এবং সেখানেই প্যান কার্ড আধার কার্ড লিংক(Pan Adhaar Link) করার বিষয়টি এবং প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবার বিষয়টি লেখা হয়েছে।যাদের কাছে প্যান কার্ড হয়েছে এবং প্যান কার্ড এর সাথে আধার লিঙ্ক করা নেই তাদেরকে অতিশীঘ্রই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিতে বলা হচ্ছে।

কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেই স্ট্যাটাস চেক করবেন, সেই বিষয়ে আমরা আগেই একটি পোস্টে বিশদে জানিয়েছি।এবং কিভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে সেই বিষয়েও লেখা রয়েছে আমাদের আগের পোস্টে।

RELATED ARTICLES

Most Popular