কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারাদেশ জুড়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার জন্য নেওয়া হয়েছে একাধিক প্রচেষ্টা। ঠিক এরকমই একটি নতুন উদ্যোগের নাম হলো MOOCS অথবা Massive Open Online Cources যা গত বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই শুরু হয়েছে কেন্দ্রের তরফে।
এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা অনলাইন মাধ্যমে মোট ১১টি বিষয়ে মোট ২৮টি অনলাইন কোর্স পাবে। কি কি বিষয়ে পড়ানো হবে এবং কি প্রক্রিয়া অবলম্বন করা হবে পড়ানোর জন্য সেইসব বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
কোন কোন বিষয় পড়ানো হবে?
পড়ুয়ারা অনলাইনে হিসাবশাস্ত্র, বিজনেস স্টাডিজ, জীববিদ্যা, রসায়ন, অর্থনীতি, ভূগোল, অঙ্ক, পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান, ইংরেজি এবং সমাজবিদ্যা (Accountancy, Business Studies, Biology, Chemistry, Economics, Geography, Mathematics, Physics, Psychology, English and Sociology) বিষয়ে জ্ঞানলাভ করতে পারবে।
পড়ানোর প্রক্রিয়া কী?
অনলাইন মাধ্যমে পড়ুয়ারা ‘স্টাডি ওয়েবস অফ অ্যাকটিভ-লার্নিং ফর ইয়ং অ্যাস্পায়ারিং মাইন্ডস’ (Study webs of active-learning for young aspiring minds) তথা স্বয়ম পোর্টালের মাধ্যমে এই বিশেষ ক্লাস করার সুযোগ পাবে।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক পড়ুয়াদের প্রথমে স্বয়ম পোর্টালে প্রবেশ করে প্রথমে নিজের পছন্দের বিষয়ের কোর্স লিঙ্কে যেতে হবে এবং সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসের জন্য নাম নথিভুক্ত করে নিতে হবে।
ক্লাসের মেয়াদ:
ক্লাস ইতিমধ্যেই শুরু হয়েছে গত ২২ এপ্রিল থেকে। ক্লাস চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
জেনে রাখা প্রয়োজন যে বিষয়গুলি:
i) কোর্সটি করার জন্য কোনোরকম আবেদন মূল্য লাগবে না।
ii) দেশের প্রতিটি রাজ্য থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই কোর্সের জন্য অংশ নিতে পারবে।
iii) অবশ্যই নির্দিষ্ট সময়ে নাম নথিভুক্তিকরণ ও নিয়মিত ক্লাস করা বাঞ্ছনীয়।
iv) সম্পূর্ণ কোর্সটি করার পরে পড়ুয়াদের অবশ্যই দিতে হবে একটি পরীক্ষা।
v) উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের দেওয়া হবে শংসাপত্র।
নাম নথিভুক্তিকরণের সময়:
গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে নাম নথিভুক্ত করণের প্রক্রিয়া। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া পড়ুয়ারা ক্লাসের জন্য নাম নথিভুক্ত করতে পারবে।
আরো বিস্তারিত জানতে হলে স্বয়ম পোর্টালের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।