HomeStudent Hacksকলেজের ছাত্রছাত্রীদের জন্য ৫টি উপদেশ, যা জীবন বদলে দিতে পারে।

কলেজের ছাত্রছাত্রীদের জন্য ৫টি উপদেশ, যা জীবন বদলে দিতে পারে।

ছাত্র-ছাত্রীদের জন্য জীবনের প্রথম বড়ো পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam)। তারপরেই তাদের জীবনে আমূল পরিবর্তন ঘটতে শুরু করে। মাধ্যমিক পরীক্ষার দু’বছর পরে ছাত্রছাত্রীদেরকে উচ্চমাধ্যমিক পরীক্ষায়(High Secondary Exam) বসতে হয়, আর সেই রেজাল্টের ভিত্তিতেই তারা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম বিষয় নিয়ে পড়ার সুযোগ পান।

বর্তমানে চাকরির বাজারে কম্পিটিশন(Job Competition) ক্রমশ বেড়েই চলেছে, তাছাড়া সংকুচিত হচ্ছে চাকরির বাজারও। তার সাথে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং অন্যান্য বিষয়গুলি সমাজের অংশ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় ছাত্রছাত্রীদের বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। না হলে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পরবর্তীকালে অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে তাদেরকে।

আজকের এই প্রতিবেদনে এমন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেগুলি কলেজের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ(Guides For College Students)। এই বিষয়গুলি মাথায় রাখলে আপনারা এখন থেকে শুরু করে ভবিষ্যতেও অনেক ভাবে উপকৃত হতে থাকবেন।

১) টাকা পয়সার গুরুত্ব বুঝতে শেখা:

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর থেকেই ছাত্রছাত্রীদের অনেক টাকা খরচ হতে থাকে। পড়াশোনার খরচ, কলেজে যাতায়াতের খরচ, টিউশন খরচ, বই খাতা কেনার খরচ এমন অনেক খরচের মধ্য দিয়ে যেতে হয় শিক্ষার্থীদের। তাছাড়া কলেজে(College) ওঠার পর নতুন অনেক বন্ধুবান্ধব তৈরি হয়। তাদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া ইত্যাদির মধ্য দিয়েও অনেক টাকা খরচ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীদের অবশ্যই অপ্রয়োজনীয় টাকা পয়সা খরচ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। অপ্রয়োজনীয় টাকা খরচ করলে পরবর্তীকালে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। পরিবারের আর্থিক অবস্থা যদি ভালো হয়, সে ক্ষেত্রে কোন রকম অসুবিধা হয়তো হওয়ার কথা নয়। তবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের টাকা খরচ করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত।

২) ডিগ্রির সাথে স্কিলের পিছনে ছোটো:

এখনকার দিনে চাকরির যা বাজার, তাতে করে শুধুমাত্র ডিগ্রী থাকলেই চাকরি পাওয়া যায় না। তার সাথে বেশ কিছু চাকরিমুখী স্কিল(Job Related Skills) থাকা দরকার। ডিগ্রীর(Degree) তুলনায় স্কিলভিত্তিক চাকরি পাওয়া বর্তমানে সহজ তাই বিভিন্ন রকম স্কিল সম্পর্কে শিখে রাখা প্রয়োজন এখন থেকেই।

বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের স্কিল বাড়াতে পারেন, তার জন্য অনলাইনে রয়েছে বিভিন্ন কোর্স

তাছাড়া বিভিন্ন ছোট খাটো কোম্পানিতে কাজ করেও স্কিল বাড়িয়ে নেওয়া যায়। যে স্কিল গুলি ক্রমাগত অভ্যাসের মাধ্যমে বাড়তে থাকে, সেগুলি নিয়েও চর্চা করতে হবে যাতে করে পরবর্তীকালে চাকরির বাজারে কম্পিটিশনের মধ্যে থাকা যায় এবং চাকরি পেতে সুবিধা হয়।

৩) যতোখুশি নতুন জিনিস Experiment করতে থাকো:

ভবিষ্যতে কি হয় না হয় সে নিয়ে বেশি চিন্তা না করে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে থাকা উচিত। কোন বয়সে কোন বিষয়টা ভালো লাগছে কোন বিষয়টা খারাপ লাগছে সেটা নিজের কাছে জেনে রাখা প্রয়োজন।

এভাবে তোমরা বুঝতে পারবে কোন কাজটা তোমার পক্ষে ভালো হবে এবং কোন কাজটা সুবিধাজনক হবে। কম বয়স থেকেই এই বিষয়গুলি সম্পর্কে জেনে নিলে পরবর্তীকালে তোমরা সঠিক ক্যারিয়ার খুঁজে নিতে সফল হবে।

যদি কোন রকম জব করো, সেটাও এক্সপেরিমেন্ট হিসেবে রাখতে পারো। পরবর্তীকালে এই জব থেকে তোমরা আরো ভালো জীবন পেতে পারো, নাকি অন্য কোন জব থেকে বেশি উপার্জন করতে পারবে সেই বিষয়গুলিও এক্সপেরিমেন্টের মাধ্যমেই বুঝে নিতে সুবিধা হবে।

৪) বিভিন্ন Educational Event গুলিতে অংশগ্রহন করো:

বিভিন্ন শিক্ষামূলক ইভেন্ট(Educational Event) হয়। বিভিন্ন কলেজ, ক্যাম্পাসিং বা অনেক সরকারি, বেসরকারি সংস্থার মাধ্যমেও বিভিন্ন এডুকেশনাল ইভেন্ট আয়োজন, করা হয়। কুইজ, প্রতিযোগিতা, সাইন্স ম্যাগাজিন, মডেল ওয়ার্ক ইত্যাদি বহু রকম এডুকেশনাল ইভেন্ট করা হয়।

এই ইভেন্টগুলিতে যুক্ত হতে পারলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। পাশাপাশি অনেক মানুষের সাথে পরিচয় হবে এবং বড় একটি নেটওয়ার্কের(Network) সাথে যুক্ত হতে পারবে। ফলে তোমাদের ভবিষ্যতে ক্যারিয়ার(Career) গড়তে অনেক সুবিধা হবে।

এই ইভেন্টগুলিতে অংশগ্রহণ করলে অনেক মানুষের সাথে পরিচয় হবার পাশাপাশি পুরস্কার অর্জন করারও সুযোগ থাকে। সেক্ষেত্রে আত্মবিশ্বাসও বেড়ে যেতে পারে শিক্ষার্থীদের, যা তাদের পরবর্তী জীবনে এগিয়ে চলার প্রেরণা যোগাতে পারে।

৫) Part-time কাজ শুরু করো:

প্রথম পয়েন্টেই আলোচনা করা হয়েছে কলেজ জীবনে অহেতুক টাকা খরচ না করতে। তাহলে ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে তোমাদের। তবে এটা সত্যি যে, কলেজে ওঠার পর থেকে অতিরিক্ত বেশ কিছু খরচ আমাদের দৈনন্দিন জীবনে যুক্ত হয়ে যায়।

অনেকে এই খরচের জন্য পরিবারের উপর নির্ভর থাকে। তবে এই সময় নিজেদের আত্মসম্মান বজায় রাখতে এবং পরবর্তী জীবনের প্রস্তুতি নিতে নিজেদের খরচ নিজেরই জোগাড় করে নেওয়া উচিত। তার জন্য টাকা উপার্জন করার কোন পথ বেছে নেওয়া উচিত পড়াশোনার পাশাপাশি।

কলেজ জীবনে পার্ট টাইম কাজের(Part Time Job For College Students) মাধ্যমে অনেকে তাদের খরচের ব্যবস্থা করে থাকেন। বিভিন্ন রকম পার্ট টাইম কাজের সুবিধা রয়েছে বর্তমানে। অনলাইন(Online Part-time Job) এবং অফলাইন উভয় মাধ্যমে পার্টটাইম কাজ করা যায়।

পার্টটাইম কাজ করলে নিজের হাত খরচের টাকা ভালোরকম জোগাড় করতে পারবে। টাকার গুরুত্ব বুঝতে শিখবে। কলেজ শেষে সেই টাকা জমলে সেটা দিয়ে একটা ব্যবসাও করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular