HomeScholarshipপশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সেরা ৫টি সরকারি স্কলারশিপ, আবেদন করুন।

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সেরা ৫টি সরকারি স্কলারশিপ, আবেদন করুন।

রাজ্য সরকার আমাদের রাজ্যের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার অনেক প্রকল্প শুরু করেছেন। বিশেষত গরীব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে একাধিক সরকারি স্কলারশিপ বা আর্থিক বৃত্তি প্রদান করা হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা সরকারের সৃষ্ট সেইসব প্রকল্প নিয়েই আলোচনা করতে চলেছি। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে রাখি যে সবটা পড়ে তাড়াতাড়ি আবেদন করার জন্য।

আজ এমন পাঁচটি প্রকল্পের বিষয়ে বলতে চলেছি যা অনেকেই বিস্তারিত ভাবে জানেন না। সকলের জেনে নেওয়া দরকার যাতে কোনোরকম সুযোগ হাতছাড়া না হয়ে যায়! আসুন জেনে নেওয়া যাক সবিস্তারে।

১) উত্তরকন্যা বা নবান্ন স্কলারশিপ(Uttarkanya or Nabanna Scholarship):

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল (Relief Fund) থেকে রাজ্যের সকল দুঃস্থ ও মেধাবী (Brainy but Poor) শিক্ষার্থীদের পড়াশুনার জন্য এই স্কলারশিপের (Scholarship) মাধ্যমে মাসিক আর্থিক সাহায্য প্রদান করা হয়। মাধ্যমিক পরীক্ষার পর থেকে উচ্চমাধ্যমিক ও কলেজের পরীক্ষা পর্যন্ত (After Madhyamik Examination, can Apply for Higher Secondary Education to College Exams) আবেদন করা যাবে।

আবেদনের শর্তাবলী:
i) আবেদনকারীকে আবেদনের জন্য একটি নির্দিষ্ট নম্বর (Marks) পেতে হবে।
ii) নিজেদের বিদ্যালয়ে গিয়ে পড়ুয়ারা এই আবেদন করতে পারবেন।

তবে মনে রাখবেন যে এই উত্তরকন্যা স্কলারশিপ (Uttarkanya Scholarship) উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য এবং নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) দক্ষিণবঙ্গের পড়ুয়াদের জন্য। কিন্তু দুটির নাম আলাদা হলেও এটি একই স্কলারশিপ(Scholarship)।

বৃত্তির অর্থের পরিমাণ:
এই স্কলারশিপে এককালীন ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। আবেদনের সময় ও কোর্সের ওপর এই আর্থিক সাহায্যের পরিমাণ কোন বা বেশি হতে পারে।

২) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ(Swami Vivekananda Scholarship):

সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে এই সরকারি স্কলারশিপ (Government Scholarship) প্রোগ্রাম শুরু করা হয়েছিল। এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের উচ্চমাধ্যমিক থেকে গবেষণাস্তর (Higher Secondary Education to Research) পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

আবেদনের শর্তাবলী:
আবেদনকারী যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠরত একমাত্র সেখান থেকেই এই আবেদন করতে পারবেন।

বৃত্তির অর্থের পরিমাণ :
i) পড়ুয়া প্রতিমাসে এই বৃত্তির মাধ্যমে একহাজার টাকা থেকে পাঁচহাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।
ii) পরবর্তীকালে সময়ের সাথে এই বৃত্তির পরিমাণ কম বা বেশি হতে পারে।

পড়ুয়ারা অনলাইন বা অফলাইন(Online and Offline), দুটির মাধ্যমেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

৩) ওয়েসিস স্কলারশিপ(Oasis Scholarship):

পশ্চিমবঙ্গের সকল SC, ST, OBC পড়ুয়াদের জন্য ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship) এর সুবিধা করা হয়েছে। একজন পড়ুয়া প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর (First Class of Primary to Post Graduation) পর্যন্ত আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূল স্রোতে ফেরাতে এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার।

বৃত্তির অর্থের পরিমাণ:
পড়ুয়া এর মাধ্যমে ১২ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।

৪) ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল(National Scholarship Portal):

এটি একটি অন্যরকম স্কলারশিপ। এটি প্রধানত কেন্দ্রীয় সরকারি (Government Of India) অধীনস্থ একটি স্কলারশিপ পোর্টাল।
আপনারা NVP (National Scholarship Portal) এর মাধ্যমে আপনারা নিজেদের যোগ্যতা ও শ্রেণী অনুসারে বিভিন্ন আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলী:
i) আবেদনকারীকে নিজের সক্ষমতা, প্রগতিশীলতা, প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক পরীক্ষার ফল, মেরিট কাম মিনসের ফল (Aptitude, Progression, Pre Matric & Post Matric Exam Result, Merit Cum Means Result) ইত্যাদির ওপর ভিত্তি করে আবেদন করতে হবে।
ii) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫০ লক্ষের কম হতে হবে।
iii) আবেদনকারিকে বার্ষিক পরীক্ষায় (Final Exam) কম করে ৬০% নম্বর পেতে হবে।

৫) ঐক্যশ্রী স্কলারশিপ:

এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য।

আবেদনের শর্তাবলী(Aikyashree Scholarship):
i) এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে।
ii) অনলাইনের (Online) মাধ্যমে আবেদন করা যাবে।
iii) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজারের বেশী হলে চলবে না।

বৃত্তির অর্থের পরিমাণ:
i) এই ঐক্যশ্রী বৃত্তির মাধ্যমে (Aikyashree Scholarship) মাধ্যমে ১,১০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত সকল পড়ুয়ারা পাবে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular