HomeScholarshipScholarship: মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেলেই সরকার দেবে ১০ হাজার টাকা, কিভাবে...

Scholarship: মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেলেই সরকার দেবে ১০ হাজার টাকা, কিভাবে আবেদন করবেন? জানুন

কিছুদিন পরেই প্রকাশিত হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর এই ফলাফলের ভিত্তিতেই পড়ুয়ারা পাবেন বিভিন্ন রকম স্কলারশিপ এর সুবিধা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কে তাদের মেধা এবং পারিবারিক অস্বচ্ছলতার উপর ভিত্তি করে স্কলারশিপ(WB Govt Student Scholarship) দেওয়া হয়।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এমনকি স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের ও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্কলারশিপ দেওয়া হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা মেধাবী অথচ পরিবার আর্থিকভাবে দুর্বল তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই স্কলারশিপ ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্কলারশিপের নাম “নবান্ন স্কলারশিপ” (নবান্ন Scholarship West Bengal) তাছাড়া এটি ‘উত্তরকন্যা স্কলারশিপ'(Uttarkanya Scholarship) নামেও পরিচিত।

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের যোগ্যতা:

  • যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে অন্তত ৬৫ শতাংশ নম্বর পেয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে আবেদন করা যাবে।
  • স্নাতকোত্তরের যে কোন শাখায় অন্তত ৫৫ শতাংশ নম্বর পেলে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন, এমন পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পাবেন।

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ-এ কত টাকা স্কলারশিপ দেওয়া হয়?

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে প্রতিবছর সর্বনিম্ন ১০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়। এছাড়া অন্যান্য কোর্স গুলির সময়সীমা, সেগুলোর খরচ এবং পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে স্কলারশিপের টাকার পরিমান বাড়তে পারে। তবে সর্বনিম্ন স্কলারশিপের পরিমাণ ১০ হাজার টাকা।

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে?

নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপে আবেদন করতে বেশ কয়েকটি ডকুমেন্ট লাগবে। যেগুলো আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হয়।

নবান্ন স্কলারশিপ এর আবেদন পত্র, একটি সেলফ ডিক্লারেশন কপি, পরীক্ষার মার্কশিট, বর্তমান কোর্সে ভর্তির রশিদ, কোন সরকারি গেজেটেড অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, এলাকার কোনো MLA এর কাছ থেকে পাওয়া শংসাপত্র দরকার হয় স্কলারশিপে আবেদন করতে গেলে ।

নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপে আবেদন করবেন কিভাবে?

প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

www.wbcom.gov.in- এই ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করা যাবে।

প্রথমে এই আবেদন পত্রটি সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে। নির্দিষ্ট জায়গায় নিজের পাসপোর্ট সাইজের ছবিটি সংযুক্ত করতে হবে। আবেদনকারী নিজে বা তার কোন অভিভাবক নির্দিষ্ট ঠিকানায় গিয়ে আবেদন পত্রটি সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে জমা করতে হবে। Received Copy-টি অভিভাবক বা স্টুডেন্ট এর নিজের কাছে রাখতে হবে।

নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা:

Nabanna,14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah, Pin-711102।

উত্তরকন্যা স্কলারশিপ জমা দেবার ঠিকানা:

Uttarkanya, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri Pin-734015।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular