Homeঅন্যান্যAadhaar Card: আধার কার্ডে দেওয়া ছবি পছন্দ নাহলে এইভাবে সহজেই বদলে ফেলুন।...

Aadhaar Card: আধার কার্ডে দেওয়া ছবি পছন্দ নাহলে এইভাবে সহজেই বদলে ফেলুন। জানুন বিস্তারিত।

বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) খুবই গুরুত্বপূর্ন একটি নথি (Important Document) যা প্রতিটি ভারতীয় নাগরিকের (Indian Citizen) জীবনে। জন্ম, মৃত্যু, কলেজের পরীক্ষা বা চাকরির পরীক্ষা -সবকিছুতেই জীবনে আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজন। এই আধার কার্ড (Aadhaar Card) না থাকলে আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টও (Bank Account) ব্যবহার করতে পারবেন না। বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড, ভোটার কার্ড এমনকি রেশন কার্ডও (PAN Card, Voter Card even Reson Card) লিঙ্ক করতে বলা হচ্ছে। নয়তো পরে যাবেন বিপদে।

তাহলে বুঝতেই পারছেন এই কার্ডের গুরুত্ব কতটা! কিন্তু এই কার্ডে থাকা ছবিটি অনেকেরই পছন্দের হয়না। আধার কার্ডের চিত্র (Photo of Aadhaar Card) এবং বাস্তবে মানুষটিকে দেখতে অনেকটাই আলাদা হয়। বহু ভারতীয়র আধার কার্ডের ছবি দেখলে মনে হতে পারে এ যেন কোন‌ও অন্যগ্রহের বাসিন্দা(Alien)! তাছাড়া যখন কোনো ভারতীয় নাগরিকের (Indian Citizen) প্রথম আধার কার্ড তৈরি হয়, সেই সময়ের পরে অনেকটা সময় পেরিয়ে যায়। প্রাকৃতিক নিয়মেই মানুষের মুখমণ্ডলেরও পরিবর্তন ঘটে।

এইসব কারণে অনেকেই চান আধার কার্ডে দেওয়া নিজের ছবিটি পরিবর্তন করতে। আগে সম্ভব না হলেও, এখন কিন্তু তা সম্ভব! নিচে এই বিষয়ে স্টেপ বাই স্টেপ (Step by Step) আমরা বলেছি বিস্তারিত যে কিভাবে আধার কার্ডে থাকা আপনার ছবিটি পরিবর্তন করবেন। আসুন দেখা যাক!

কীভাবে আধার কার্ডের ছবি আপডেট করবেন?( How to Update Photo of the Aadhaar Card?)
আধার কার্ডের ছবি আপডেট প্রক্রিয়া (Update Process) কিন্তু পুরোপুরি অনলাইন (Online) মাধ্যমে সম্ভব নয়। এর প্রাথমিক কিছু কাজ অনলাইনে হলেও শেষ পর্যন্ত কিন্তু আপনাকে আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seba Kendra) যেতেই হবে। আধার সেবা কেন্দ্রে কাজ করার জন্য আপনাকে ১০০ টাকা মূল্য দিতে হবে। স্টেপগুলো দেখি চলুন:

১) আপনার ল্যাপটপ অথবা স্মার্টফোন (Laptop or Smartphone) চালু করে প্রথমেই UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যেতে হবে।

২) UIDAI-এর ওয়েবসাইটের হোমপেজে (Homepage of the Website) আপনি ‘Get Aadhaar’ নামক একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ‘Book an Appointment’ নামক একটি অপশন আসবে। সেখানে ক্লিক করুন।

৩) এরপর আপনার সামনে আসবে আধার সেবা কেন্দ্র বেছে নেওয়ার অপশন। আপনি এখানে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটিকে বেছে নিয়ে ‘Select’ করবেন।

৪) তারপর আপনার সামনে একটি নতুন স্ক্রিন (New Screen) খুলে যাবে ও সেখানে মোট তিনটি অপশন আসবে।

৫) এই অপশনগুলির মধ্যে ‘Aadhaar Update’ অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরই আপনার মোবাইল নম্বর (Mobile Number) চাওয়া হবে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নম্বরটি (Linked Phone Number with Aadhaar Card) এখানে দেবেন।

৬) নম্বরটি দেবার পরেই আপনার ফোনে একটি OTP আসবে। ফোনে আসা OTP নম্বরটি দিলেই Verification Process সম্পূর্ণ হবে।

৭) ভেরিফিকেশন প্রক্রিয়া (Verification Process) শেষ হবার পর আপনার সামনে স্ক্রিনে একটি ফর্ম আসবে। সেখানে আপনার নাম, আধার নম্বর, রাজ্য, নাগরিকত্ব ইত্যাদি (Your Name, Aadhaar Number, State, Nationality) তথ্যগুলো সঠিকভাবে দিয়ে পূরণ করতে হবে। সব তথ্য ঠিকঠাক দেবার পরে Submit করুন।

৮) নতুন একটি পৃষ্ঠা খুলবে সাবমিট করার পরে। সেখানেও কিছু তথ্য দিতে হবে।

৯) এরপর আধার কার্ডে আপনার ফটো পাল্টানোর জন্য Biometric অপশন আসবে। সেখানে ক্লিক করবেন।

১০) এরপর আপনাকে Time Slot Book এ নিজের সুবিধামত তারিখ ও সময় বেছে নিয়ে Appoinment Book করতে হবে।

১১) ঠিকঠাক ভাবে বেছে নিয়ে Submit করুন এবং Payment অপশনে ১০০ টাকা Payment করুন।

১২) এরপরে একটি Print Out বেরোবে। সেটিকে নিয়ে আপনার বুক করা আধার সেবা কেন্দ্রে সময়মতো চলে যাবেন। পরবর্তী কার্য সেখানেই সম্পন্ন করা হবে।

৭) আধার সেবা কেন্দ্রে আপনার নতুন ফটো আপডেট সম্পূর্ণ হলে আপনাকে একটি স্লিপ ও একটি লিঙ্ক দেওয়া হবে (URN)। সমস্ত প্রক্রিয়া শেষ হলে ৯০ দিন মত অপেক্ষা করুন আপনার কার্ডে নতুন ছবি আপডেট (Photo Update) হবার জন্য।

৮) ৯০ দিন পর আপনার আধার কার্ডে (Aadhaar Card) নতুন ফটো আপডেট হয়ে গেলে নতুন করে আবার আধার কার্ড ডাউনলোড (Download) করে প্রিন্ট আউট (Print Out) বের করে নিতে হবে।

এভাবেই সহজে নিজের আধার কার্ডের ছবি পাল্টে ফেলতে পারেন। আশা করি স্টেপ বাই স্টেপ (Step by Step) আপনাদের বোঝাতে পেরেছি ভালোভাবে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular