Homeঅন্যান্যআপনার তথ্য ব্যবহার করে কেউ কি সিম তুলেছে? কিভাবে যাচাই করবেন? বিস্তারিত...

আপনার তথ্য ব্যবহার করে কেউ কি সিম তুলেছে? কিভাবে যাচাই করবেন? বিস্তারিত জানুন।

আমাদের প্রত্যেকেরই একটি করে সিম রয়েছে। বিশেষ প্রয়োজনে অনেকের একাধিক সিম কার্ডও থাকে। তবে সম্প্রতি এমন একটি খবর সামনে এসেছে, যেটি দেখে চমকে উঠেছেন বড় বড় প্রশাসনিক কর্মকর্তারাও। তামিলনাড়ুর বিজয়ওড়ায় দেখা গিয়েছে একটি আধার কার্ড ব্যবহার করে ৬৫৮ টি সিম কার্ড (SIM Card) তোলা হয়েছে। গত চার মাসে তামিলনাড়ুতে সিম কার্ড কারচুপি সন্ধেহে ২৫১৩৫ টি সিম কার্ড ব্লক করা হয়েছে। এখন সকলের মনে একটি প্রশ্ন আসতে পারে যে, কিভাবে জানা গেল যে একই পরিচয়পত্র দিয়ে এত বিপুল সংখ্যক সিম কার্ড তোলা হয়েছে?

আমাদের রাজ্যসহ ভারতের আরও অন্যান্য প্রান্তে দেখা গিয়েছে কোন একটি ব্যক্তির অজান্তেই তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে নতুন সিম তোলা হয়েছে এবং সেই সিম ব্যবহার করছেন অন্য কোন ব্যক্তি। পরবর্তীকালে সেই সিম ব্যবহার করে যদি কোন রকম জালিয়াতি করা হয়, তাহলে তার দায়ী এসে পড়বে সংশ্লিষ্ট ব্যক্তির উপরেই। এজন্য আমাদের অবশ্যই জানা উচিত আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আর কেউ সিম ব্যবহার করছেন কিনা।

ASTR সফটওয়্যার ব্যবহার করে এমন ভুয়ো সিম কার্ডগুলি চিহ্নিত করা সম্ভব। যখন একই ছবি ব্যবহার করে একাধিক সিম কার্ড নেওয়া হয়, তখন সেই একাধিক ছবি চিহ্নিত করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। একটি আধার কার্ড(Adhaar Card) ব্যবহার করে একাধিক সিম তোলা সম্ভব হলেও, তা কখনোই করা উচিত নয়। এতে করে ভবিষ্যতে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

আপনিও চাইলে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অন্য কেউ সিম তুলেছে কিনা বা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বর্তমানে ক’টি সিম একটিভ রয়েছে। যদি এই তালিকায় আপনি অন্য কোন নম্বর দেখতে পান, যেটি আপনার নয়, তাহলে আপনি নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাতে পারবেন।

প্রথমে Telecom Analytics for Fraud Management and Consumer Protection এর অফিসিয়াল পোর্টাল https://tafcop.dgtelecom.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকেই আপনি জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডের সাথে কতগুলো মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে।

ওয়েবসাইটে ঢুকে প্রথমে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এবং OTP তে ক্লিক করতে হবে। নির্দিষ্ট জায়গায় ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

এরপর আপনার আধারের সাথে যে মোবাইল নম্বরগুলি যুক্ত রয়েছে, তা আপনাকে দেখানো হবে। এই তালিকায় আপনি যদি এমন কোন নম্বর পান, যেটি আপনার নয়, তাহলে আপনি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে পারেন, যাতে করে দ্বিতীয় কোন ব্যক্তি আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তোলা সিমটি আর ব্যবহার করতে না পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular