Homeঅন্যান্যছাত্রছাত্রীদের জন্য সেরা ৩টি কম টাকার ল্যাপটপ, যেগুলি অনলাইন পড়াশুনোর জন্য সেরা...

ছাত্রছাত্রীদের জন্য সেরা ৩টি কম টাকার ল্যাপটপ, যেগুলি অনলাইন পড়াশুনোর জন্য সেরা হবে।

বর্তমানে ছাত্রছাত্রীদের পড়াশোনার অন্যতম একটি অংশ হয়ে উঠেছে ইন্টারনেট এবং মোবাইল। পাশাপাশি বিভিন্ন কাজ করতে দরকার পরে ল্যাপটপের। প্রজেক্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট করা, প্রেজেন্টেশন তৈরি করা ইত্যাদি বহু কাজে বর্তমানে মোবাইল ততটা উপযোগী নয়। এজন্য এগুলির জন্য অবশ্যই দরকার হয় একটি ল্যাপটপের।

আজকের এই প্রতিবেদনে এমন কিছু ল্যাপটপ সাজেস্ট করা হলো, যেগুলি ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো হবে এবং দামের দিক থেকেও বেশ সস্তা। যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশুনা এবং অন্যান্য কাজের জন্য ল্যাপটপ দরকার হয় তারা এই ল্যাপটপ গুলো কিনতে পারেন। (3 Best low budget Laptops for Students)

তবে এগুলি কেনার আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এগুলির ব্যাপারে ভালোভাবে বিশদে জেনে নেবেন, এবং তারপরেই মনস্থির করে অর্ডার করবেন।

১) ASUS VivoBook 15

সাইজ: ১৫.৬ ইঞ্চির HD ডিসপ্লে পাবেন।
হার্ড ডিস্ক: ৫১২ জিবি হার্ডডিস্কে উপলব্ধ এই ল্যাপটপটি।
CPU: Celeron N4020
Ram: ৪ GB
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ 11
স্ক্রীন Resolution: 1366 x 768
দাম: ২৫৯৯০ টাকা।

Amazon এ এটির রেটিং আছে ৩.৯।

২) Lenovo IdeaPad 3 15IGL05

সাইজ: ১৫.৬ ইঞ্চির HD ডিসপ্লে পাবেন।
হার্ড ডিস্ক: ৫১২ জিবি হার্ডডিস্কে উপলব্ধ এই ল্যাপটপটি।
CPU: Celeron
Ram: ৮GB
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ 11
দাম: ২৮৪৯০ টাকা।

Amazon এ এটির রেটিং আছে ৩.৭।

৩) HP14s-dy2507TU

সাইজ: ১৪ ইঞ্চির HD ডিসপ্লে পাবেন।
হার্ড ডিস্ক: ২৫৬ জিবি হার্ডডিস্কে উপলব্ধ এই ল্যাপটপটি।
CPU: Core i3
Ram: ৮GB
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ 11
দাম: ৩৮৪৯০ টাকা।

Amazon এ এটির রেটিং আছে ৪.১।

এছাড়া প্রায় প্রতিটি ল্যাপটপেই বিভিন্ন ব্যাংকের কার্ড এর ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় অফার। ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক্সট্রা বেশ কিছু অফার, যেখানে খুব অল্প দামে এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং byju’s সহ একাধিক প্লাটফর্মের পাস পাওয়া যাবে।

এছাড়া কোনরকম অতিরিক্ত মূল্য ছাড়া EMI এর মাধ্যমেও আপনারা ল্যাপটপগুলো কিনতে পারবেন। বেশকিছু ব্যাংকের কার্ড এর ক্ষেত্রে ইএমআই পেমেন্ট-এ রয়েছে ছাড়ের সুযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular