HomeE365সমব্যথী প্রকল্প | Samabyathi Prakalpa : কিভাবে আবেদন করবেন? সমব্যথী প্রকল্প আবেদন...

সমব্যথী প্রকল্প | Samabyathi Prakalpa : কিভাবে আবেদন করবেন? সমব্যথী প্রকল্প আবেদন পত্র?

রাজ্য ও কেন্দ্র সরকার জনগণের সুবিধার জন্য বেশ কিছু সরকারি স্কিম(Government Schemes) লঞ্চ করে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর সুযোগ সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে বেশ কিছু স্কিম(West Bengal Scheme)। এমনই একটি স্কিম হলো সমব্যথী প্রকল্প (Samabyathi prakalpa)। মৃত্যুর পর শোকাহত পরিবারের কথা ভেবে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল।

আজকে এই প্রতিবেদনে সমব্যথী প্রকল্প সম্পর্কিত সমস্ত বিষয়গুলি বিস্তারিত জানানো হলো। এই প্রতিবেদন থেকে জানতে পারবেন: সমব্যথী প্রকল্প কি, সমব্যথী প্রকল্পের জন্য যোগ্যতা,সমব্যথী প্রকল্পের সুবিধা,সমব্যথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন,সমব্যথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, সমব্যথী প্রকল্পে কত টাকা পাওয়া যাবে,সমব্যথী প্রকল্প আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক, এবং কারা সমব্যথী প্রকল্পে আবেদন করতে পারবেন।

তাহলে এবার এক এক করে জেনে নিন সমব্যাথী প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য।

১.সমব্যথী প্রকল্প কি?

পরিবার এর কেউ মারা গেলে পরিবারের সকলের ওপর শোকের ছায়া নেমে আসে। দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে শোকের ছায়ার পাশাপাশি পরলৌকিক কজাকর্ম করার খরচ এর চিন্তাও মাথায় আসে। রাজ্য সরকার এইসব দরিদ্র পরিবারগুলোর পাশে থাকতে চেয়ে এই প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার দুঃস্থ কোন পরিবারের কোন ব্যক্তির মৃত্যুর পর সেই মৃত ব্যক্তির পরলৌকিক কাজকর্ম এবং অন্যান্য নিয়ম কানুন পালনের জন্য এককালীন ২০০০ টাকা সেই পরিবারকে দিয়ে থাকে। এখনো পর্যন্ত রাজ্যের প্রায় ২৬ হাজারটি পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে।

২.সমব্যথী প্রকল্পে আবেদনের যোগ্যতা কি?

শুধুমাত্র কোন ব্যক্তি মারা গেলে মৃত্যুর পরে তার পরলৌকিক কাজকর্ম করার জন্যই সরকারের পক্ষ থেকে ২০০০ টাকা দেওয়া হয় ।এবং এই টাকাটি পাওয়ার জন্যই এই প্রকল্পে আবেদন করা যাবে।

  • মৃতের পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • মৃত ব্যক্তির শেষকৃত্য পশ্চিমবঙ্গের মধ্যেই করতে হবে । তবেই এই প্রকল্পের টাকা পাওয়া যাবে।

এই রাজ্যের কোন ব্যক্তি যদি বাইরের রাজ্যে মারা যান এবং সেই রাজ্যে পরলৌকিক কাজকর্ম করা হয়, সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। আবার বাইরের রাজ্যের কোন ব্যক্তির পরলৌকিক কাজকর্ম যদি এই রাজ্যে করা হয় সেক্ষেত্রে তারাও এই প্রকল্পের কোনরকম সুযোগ-সুবিধা পাবেন না।

৩.সমব্যথী প্রকল্পের সুবিধা কি?

অনেক দুস্থ পরিবারে কোন ব্যক্তি মারা গেলে সেই মৃত ব্যক্তির কাজকর্ম এবং নিয়মকানুন পালন করার মতো যথেষ্ট পরিমাণ টাকা থাকে না এবং তাদেরকে অন্যের কাছে হাত পাততে হয় বা ভিক্ষার মাধ্যমে সেই টাকা যোগাড় করতে হয়। তবে সমব্যথী প্রকল্পে আবেদন করলে কোন ব্যক্তির মৃত্যুর পর পরলৌকিক কাজকর্ম করার জন্য সরকারের পক্ষ থেকে এককালীন ২০০০ টাকা দেওয়া হয়। এই টাকা দেওয়া হয় সেই মৃত ব্যক্তির খুব নিকট আত্মীয় কাছে। তাই দরিদ্র পরিবারগুলির জন্য এই প্রকল্প খুবই উপকারী একটি প্রকল্প।

৪.সমব্যথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

  • পঞ্চায়েত এলাকায় বসবাসকারী কোন ব্যক্তি যদি মারা যায় তবে তার নিকট আত্মীয় কোন ব্যক্তিকে গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে আবেদন করতে হবে।
  • যদি পৌরসভা এলাকার কোন ব্যক্তি মারা যান তবে তার নিকট আত্মীয়কে মিউনিসিপালিটি অফিসে গিয়ে আবেদন করতে হবে এই প্রকল্পর জন্য।
  • সেখানে গিয়ে শ্মশান বা কবরস্থানের সাদা কাগজে মৃত্যুর প্রমাণপত্রসহ এপ্লাই করলেই টাকা পাওয়া যাবে।
  • বিশেষ ক্ষেত্রে যদি কোন মৃত ব্যক্তির নিকট আত্মীয় হিসেবে কেউ না থাকেন, তবে তার প্রতিবেশীরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

 

৫.সমব্যথী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগে?

যে ব্যক্তি মারা গেছেন, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে তার প্রমাণপত্র লাগবে। মৃত ব্যক্তির আধার কার্ড দরকার। এছাড়া মৃত্যুর সার্টিফিকেট এবং শ্মশান বা কবরস্থানের ডকুমেন্ট লাগবে।

পঞ্চায়েত এলাকায় থাকলে গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকায় থাকলে মিউনিসিপালিটিতে গিয়ে আবেদন করতে হবে।

৬.সমব্যথী প্রকল্পে কত টাকা পাওয়া যায়?

এই প্রকল্পের মাধ্যমে মৃত ব্যক্তির পরিবার বা নিকট আত্মীয় বা প্রতিবেশী এককালীন ২০০০ টাকা পায় সরকারের পক্ষ থেকে। তবে এই টাকা শুধুমাত্র পরলৌকিক কাজকর্ম করার জন্যই দেওয়া হয়।

৭.কারা সমব্যথী প্রকল্পে আবেদন করতে পারবেন:

মৃত ব্যক্তির পরিবারের কোন সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। পরিবারের সদস্য না হয়ে যদি কোন নিকট আত্মীয় হন, তিনিও আবেদন করতে পারবেন। যদি কোন ক্ষেত্রে মৃত ব্যক্তির কোন পরিবার-পরিজন বা আত্মীয়-স্বজন না থেকে থাকেন, তবে তার প্রতিবেশীদের যেকোনো একজন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

Samabyathi Form PDF Download West Bengal

সমব্যথী প্রকল্প আবেদন পত্রঃ Download PDF Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular