HomeE365অবসরের সময় সরকারি কর্মীরা জমানো ছুটির জন্য কত টাকা পান? কিভাবে হিসাব...

অবসরের সময় সরকারি কর্মীরা জমানো ছুটির জন্য কত টাকা পান? কিভাবে হিসাব করা হয়? জানুন

সরকারি কর্মচারীরা অবসর গ্রহণ করার সময় জমানো ছুটির জন্য সরকারের পক্ষ থেকে মোটা অংকের অর্থ পেয়ে থাকেন। তবে আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে, অবসরের সময় সরকারি কর্মীরা জমানো ছুটির জন্য কত টাকা পান? কিভাবে হিসাব করা হয় সেই টাকার?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যে সমস্ত সরকারি সুযোগ-সুবিধাগুলি পান, তার মধ্যে অন্যতম একটি সুবিধা হল জমানো ছুটির জন্য লিভ স্যালারির অর্থ পাওয়া। বিভিন্ন কারণের জন্য সরকারি কর্মচারীদের বেশ কয়েকটি ছুটি উপলব্ধ থাকে। সরকারি কর্মচারীদের সার্ভিস বুকে এই ছুটিগুলি লিপিবদ্ধ হয়। অর্জিত ছুটি বা Earned Leave এর জন্য অবসরের সময় সরকারি কর্মচারীরা লিভ স্যালারির টাকা পান।

আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা প্রত্যেক বছর ৩০ দিন অর্জিত ছুটি পান। তবে অনেকেই আছেন যারা এই ছুটি ব্যবহার করেন না এবং কর্মক্ষেত্রে যোগদান করেন ছুটির দিনে। অনেকে আছেন যারা সমগ্র ছুটির কিছুটা অংশ খরচ করলেও বাকি দিন সার্ভিস ডে হিসেবেই গণ্য করেন। আর এই অব্যবহৃত ছুটির দিনের জন্যই Cash-Equvalant Leave Salary পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। তবে ক্যাজুয়াল লিভ বা অন্য কোন কারণে ছুটি নিলে সেই ছুটির জন্য কোন টাকা পান না তারা।

অর্জিত ছুটির টাকা পাওয়া নিয়ে আরো একটি নিয়ম আছে। অর্জিত ছুটি হিসেবে আপনারা সর্বাধিক ৩০০ দিনের স্যালারি পেতে পারেন। অর্জিত ছুটি যদি ৩০০ দিনের বেশি হয় তাহলেও আপনারা ৩০০ দিনেরই টাকা পাবেন। আর এই কারণেই অবসরের সময়ে সরকারি কর্মচারীরা অর্জিত ছুটির সঞ্চয় করার জন্য মোটা অংকের অর্থ পেয়ে থাকেন।

কিভাবে হিসাব করা হয় এই অর্থের পরিমাণ?

লিভ স্যালারি গণনা করার জন্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, স্বাস্থ্য ভাতা, শেষ মাসের বেসিক বেতন ইত্যাদি বিষয়গুলি নিয়ে একটি হিসাব করা হয়।

ফর্মুলাটি হল:
Formula for Leave Salary Calculation:

ক্যাশ ইকুইভ্যালেন্ট লিভ স্যালারি = (বেসিক পে + মহার্ঘ ভাতা + স্বাস্থ্য ভাতা)/৩০ X অব্যবহৃত অর্জিত ছুটি সর্বাধিক ৩০০ দিন পর্যন্ত।

Normal Medical Allowance: Rs 500

No Medical Allowance:Rs 0

সরকারি কর্মচারীদের লিভ স্যালারির বিল প্রস্তুত করার জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের WBIFMS নামক সরকারি পোর্টালে একটি প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। বাহ্যিক কোনো হিসাব নিকাশ এবং অতিরিক্ত কোন সরঞ্জাম ছাড়াই অতিরিক্ত অর্থের হিসাবে এখানে করা যায়। লিভ এনক্যাশমেন্ট এর মাধ্যমে খুব সহজেই বিল তৈরি করা যায় এখান থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular