HomeE365WBPSC Recruitment: রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

WBPSC Recruitment: রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত।

West Bengal Public Service Commission এর তরফে General Service Home and Hill Appears অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আপনি যদি উচ্চমাধ্যমিকে Science Department এ পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর।যেকোনো ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জেনে নিন বিস্তারিত। (WBPSC Recruitment 2023)

নিয়োগ বোর্ড:

WBPSC

পদের নাম:

Senior Scientific Officer

শূন্যপদের সংখ্যা:

11টি।

আবশ্যিক যোগ্যতা:

1. Senior Scientific Officer (Toxicology Chemistry Department):
i) এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Chemistry তে Second Class সহ Post Graduate হতে হবে।
ii) প্রার্থীর বিশ্লেষণাত্মক পদ্ধতি এবং গবেষণা বিষয়ক কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা (Work Experience of 5 Years) থাকতে হবে।
অথবা,
i) প্রার্থীকে যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Chemistry তে বা সমমানের কোনো বিজ্ঞান বিষয়ক ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীকে Forensic Chemistry তে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা (Work Experience of 7 Years) থাকতে হবে।

2. Senior Scientific Officer (Ballistic Division):
i) এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Physics/Mathematics এ Second Division এ Post Graduate বা সমতুল্য ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীকে বিশ্লেষণাত্মক পদ্ধতি এবং গবেষণা বিষয়ক কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা (Experience of 5 Years) থাকতে হবে।
অথবা,
i) প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Physics/Mathematics এ ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর Forensic Ballistics এ কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা (Experience of 7 Years) থাকতে হবে।

3. Senior Scientific Officer (Ballistic Division):
i) প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Second Class Master’s Degree প্রাপ্ত হতে হবে Zoology/Botany/Physiology/Anthropology/Biochemistry/Chemistry তে তাও Biochemistry তে specialization সহ।
ii) প্রার্থীর Analytical বা অন্য কোনো গবেষণা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা,
i) প্রার্থীকে যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Zoology/Botany/Physiology/Anthropology/Chemistry তে বিজ্ঞান সহ ডিগ্রীপ্রাপ্ত হতে হবে।
ii) প্রার্থীকে Forensic Biology তে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

বয়সসীমা:

প্রার্থীদের সর্বোচ্চ বয়স 36 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম :

প্রার্থীকে লেবেল 16 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।

i) নতুন ROPA প্রাথমিক বেতন শুরু :

56100/-

ii) HRA :

6732/- (মূল বেতনের 12%)

iii) DA:

3366/- (এখন পর্যন্ত 6% ঘোষণা করা হয়েছে)

iv) মেডিকেল:

500/-

v) মাসিক নতুন ROPA মোট বেতন :

66,698/- (বৃদ্ধি এবং কিছু বিশেষ ভাতা ছাড়া)

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের ID তে Registration করার পর নিজের সমস্ত তথ্য সমেত আবেদন করতে হবে।
iii) সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন মুল্য:

210/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শুরুর তারিখ :

26/09/2023

আবেদনের শেষ তারিখ :

17/09/2023

পরীক্ষার তারিখ:

পরে জানিয়ে দেওয়া হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ :

পরীক্ষার তারিখের 10 দিন আগে।

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular