HomeJob updatesRBI Recruitment: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

RBI Recruitment: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন।

রিজার্ভ ব্যাঙ্ক হলো ভারতের মূল Currency Regulating Bank এবং সম্পূর্ণ ভারতে ও ভারতের বাইরেও যে সমস্ত দেশগুলিতে ভারতীয় মুদ্রায় (Indian Rupee) লেনদেন হয় সেই সমস্ত জায়গার মূল কেন্দ্র হলো রিজার্ভ ব্যাঙ্ক(Reserve Bank)। সম্প্রতি Reserve Bank of India তাদের ওয়েবসাইটে (Website) একটি নিয়োগ (Recruitment) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো নাগরিক (Citizen of West Bengal) এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি সহ বাকি সমস্ত তথ্য জেনে নিন বিস্তারিত। (RBI Recruitment)

Employment No.:

5A/2023-24

পদের নাম:

  • i) Data Scientists
  • ii) IT Security Experts
  • iii) Data Analysts
  • iv) Cyber Security Analysts

মোট শূন্যপদ:

৬৬ টি। (GEN/UR– ৫২ টি, SC– ৩ টি, OBC– ৭ টি, EWS- ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীর Masters in Statistics/ Econometrics/ Mathematics/ Mathematical Statistics/ Data Sciences/Finance/ Economics অথবা BE/ BTech/ MTech in Computer Science/IT/ Electricals and Electronics অথবা M.A./ M.Sc. or Ph.D. in Applied Econometrics/ Statistics/ Economics অথবা MCA with specialization in Information Security/ IT Risk Management/ Information Assurance/ Cybersecurity and Digital Threat Management ইত্যাদি বিষয়গুলিতে ডিগ্রী থাকতে হবে।

See also  হলদিয়া শিল্পাঞ্চল অঞ্চলের ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

মাসিক বেতন:

এই পদগুলির ক্ষেত্রে দুধরনের আলাদা আলাদা বেতন কাঠামো (Salary Level) ধার্য্য করা হয়েছে। যেমন:

  • i) গ্রেড ‘C’ সমতুল্য পদগুলির ক্ষেত্রে বার্ষিক ৩৬.৯৬ লাখ টাকা থেকে ৪৫.৮৪ লাখ টাকা।
  • ii) গ্রেড ‘D’ সমতুল্য পদগুলির ক্ষেত্রে বার্ষিক ৫১.৬০ লাখ টাকা থেকে ৫৭.২৪ লাখ টাকা।

বয়সসীমা:

বিভিন্ন পদের ক্ষেত্রে বয়সসীমা বিভিন্ন রয়েছে। তবে সার্বিকভাবে প্রার্থীদের সর্বোচ্চ ২৫ বছর থেকে ৪০ বছর করা হয়েছে আবেদনের জন্য।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
  • ii) প্রার্থীকে প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে হবে।
  • iii) আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি, বৈধ ফোন নম্বর (Verified Email and Phone Number) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেমন- প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয়পত্র (Education Certificate, Date of Birth, Identity Card) ইত্যাদি তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।

আবেদন ফি:

  • i) GEN, OBC এবং EWS প্রার্থীদের জন্য ৬০০ টাকা + ১৮% GST আবেদন ফি ধার্য্য করা হয়েছে।
  • ii) SC, ST এবং PwBD প্রার্থীদের জন্য ১০০ টাকা + ১৮% GST আবেদন ফি ধার্য্য করা হয়েছে।
See also  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিস্তারিত।

নিয়োগ পদ্ধতি:

  • i) প্রথমে প্রার্থীদের Preliminary Test নেওয়া হবে।
  • ii) এরপরে হবে প্রার্থীর Document Verification
  • iii) সবশেষে বাছাই করার প্রার্থীর Interview বা Personality Test এর ভিত্তিতে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।

আরো বিশদে জানতে হলে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular