HomeE365NIA-তে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতি মাসে দেওয়া হবে মোটা বেতন।

NIA-তে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রতি মাসে দেওয়া হবে মোটা বেতন।

কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি সংস্থা হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency), সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে বেশ কয়েক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়েরা আবেদনের যোগ্য।

NIA Recruitment 2023 এর পদের নাম,শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আবেদনের শেষ তারিখ-

15/09/2023

পদের নাম-

Technical Forensic Psychologist

শূন্যপদ- 

3 টি।

যোগ্যতা- 

ক্লিনিকাল সাইকোলজি নিয়ে মাস্টার্স ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন-

56,100–1,77,500 টাকা।

পদের নাম-

Finger Print Expert

শূন্যপদ- 

2 টি।

যোগ্যতা- 

ফরেন্সিক সায়েন্স নিয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।

বেতন-

56,100–1,77,500 টাকা।

পদের নাম-

Explosive Exert

শূন্যপদ- 

2 টি।

যোগ্যতা-

ফরেন্সিক সায়েন্স নিয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।

বেতন-

56,100 – 1,77,500 টাকা।

পদের নাম-

Cyber Forensic Examiner

শূন্যপদ- 

10 টি।

যোগ্যতা- 

কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি নিয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য।

বেতন-

56,100 – 1,77,500 টাকা।

পদের নাম-

Biology Expert

শূন্যপদ- 

1 টি।

যোগ্যতা-

বায়োলজি/মাইক্রোবায়োলজি/জুওলজি/ বটানি নিয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।

বেতনক্রম-

56,100–1,77,500 টাকা।

পদের নাম-

Crime Scene Assistant

শূন্যপদ- 

5 টি।

যোগ্যতা-

বায়োটেকনোলজি/ ফিজিক্স / কেমিস্ট্রি / ফরেন্সিক সায়েন্স নিয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।

বেতন-

44,900-1,42,400 টাকা।

পদের নাম-

Photographer

শূন্যপদ- 

1 টি।

যোগ্যতা-

ফটোগ্রাফিতে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন-

35,400-1,12,400 টাকা।

বয়সসীমা-

সর্বাধিক ৫৬ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি-

ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।

ডেপুটেশনের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-

যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট www.nia.gov.in এ যেতে হবে।

এরপর আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। সেটি প্রিন্ট আউট করে পূরণ করতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন পাঠাবার ঠিকানা-

SP (Adm), NIA HQ,
Opposite CGO Complex, Lodhi Road,
New Delhi-110003

Important Link-

Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular