প্রায় অনেকের মোবাইলেই ইদানিং একটি সাবধানতার মেসেজ আসছে, হঠাৎ করেই মোবাইলটি ভাইব্রেশন এর সাথে বিকট আওয়াজ এ বেজে উঠছে। আপনার মোবাইলও কি ভাইব্রেশনের সাথে বিকট আওয়াজে বেজে উঠেছে? অনেকেই হঠাৎ করে মোবাইলে এমন আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে যাচ্ছেন। অনেকে আবার মনে করছেন মোবাইল খারাপ হয়ে গেছে, কেউ,বা মনে করছেন মোবাইল হয়তো হ্যাক হয়ে গেছে। তবে আদৌ কি আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে বিষয়টিতে? জেনে নিন আসল কারণ।
সমগ্র বিষয়টিতে সাধারণ গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ভারত সরকারের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির(NDMA) যৌথ উদ্যোগে পরীক্ষামূলক আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত বার্তা(Emergrncy Alert) পাঠানোর কাজ চলছে। ভবিষ্যতে ভারতীয় নাগরিকদের কাছে কোন সতর্কতামূলক বার্তা দ্রুত যাতে পৌঁছে যায়, সেই বিষয়টি নিয়েই এই কাজটি করা হচ্ছে।
সমগ্র বিষয়টি নিশ্চিত করতেই সাধারণ গ্রাহকদের কাছে পরীক্ষামূলকভাবে একটি মেসেজ পাঠানো হচ্ছে। সেখানে লেখা থাকছে: “Important Notice: You may receive a test message on your mobile about an emergency situation with a different sound and vibration. Please do not panic, this message does not indicate a true emergency”
পশ্চিমবঙ্গের অনেক নাগরিকদের মোবাইলেই এই মেসেজটি এসেছে। অনেকের ফোনে আবার একাধিক বার একই রকম মেসেজ আসার কথা শোনা গিয়েছে। এই মেসেজের সাথে যে শব্দ হচ্ছে তা নরমাল কলিং বা মেসেজের আওয়াজের থেকে আলাদা এবং উচ্চ শব্দ রয়েছে তাতে। ভারতের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট জানিয়েছে ভবিষ্যতে আরও এমন ধরনের মেসেজ আসতে পারে গ্রাহকদের মোবাইলে।
তাই আতঙ্কিত হবার কিছুই নেই। এটি ভারত সরকারেরই একটি পরিকল্পনা, যাতে পরবর্তীকালে কোনরকম আপৎকালীন পরিস্থিতিতে আমাদের দ্রুত কোন বার্তা বা সতর্কবার্তা পাঠানো যায় এবং আমরা যাতে আরো দ্রুত সতর্ক হয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারি।