আগামীকাল স্বাধীনতা দিবস(Independence Day)। ভারতবাসীর গর্বের দিন।জোরকদমে সর্বত্র চলছে প্রস্তুতি। কিন্তু এই উৎসবকে ঘিরে দেখা যাচ্ছে একটি প্রশ্ন! কেউ বলছে এবার ৭৬ তম আবার কেউ বলছে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত। সোশ্যাল মিডিয়া (Social Media) এই প্রশ্নে তোলপাড় হচ্ছে। সঠিকটা কোনটা? আসুন জেনে নেওয়া যাক।
এই তর্কের অবসানের আগে তর্কের শুরুর ঘটনা জেনে নেওয়া প্রয়োজন। এই ঘটনার সূত্রপাত ২০২১ সালে। বিগত সেই বছরের মার্চ মাসে সরকারি ওয়েবসাইটে (Government Website) ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পালনের কথা জানানো হয়েছিল অর্থাৎ আরো ভালো ভাবে বোঝাতে গেলে, সরকারি ওয়েবসাইটের (Website) মতে ২০২১ সাল ছিল ভারতের স্বাধীনতার ৭৪ বছর পূর্তি। কিন্তু এই সূত্রটি সকলের কাছে পরিষ্কার না হওয়ার জন্য সেই থেকে চলে আসছে ধন্দ। যা, বর্তমান বছরেও বিদ্যমান।
প্রথম থেকে শুরু করলে আমরা সকলেই জানি যে ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা অর্জন করে আমাদের দেশ। আমাদের গর্বের দিন। সেদিন শেষ হয় ২০০ বছরের দাসত্বের। হার মানে ব্রিটিশরা(British)। সেই হিসেবে যদি ওই দিনটিকে যদি প্রথম স্বাধীনতা দিবস বলে মনে করা হয়, তবে ২০২৩ সালের ১৫ অগস্ট ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস (77th Independence Day)। সেই মতে ২০২১ সাল ছিল কিন্তু ছিলো ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি।
কিন্তু, ১৯৪৭ সালের ১৫ অগস্টের হিসেবে ভারতের স্বাধীনতা প্রাপ্তির ১ বছর ছিল ১৯৪৮ সালের ১৫ অগস্ট। সেই অনুযায়ী যদি ধরা হয় তাহলে আগামী মঙ্গলবার স্বাধীনতার ৭৬ বছর পালন করবে দেশের মানুষ। এখানেই সৃষ্টি হচ্ছে বিভ্রান্তির। মানুষ রীতিমত ভাবছে কোনটা সঠিক সেই নিয়ে। তবে যাই হোক, ৭৬ তম স্বাধীনতা দিবস হোক বা হোক ৭৭ তম স্বাধীনতা দিবস; এই বিশেষ দিনটি উপলক্ষ্যে প্রস্তুতি চলছে তুঙ্গে সমস্ত দেশবাসী মিলে।
দিল্লির সরকারি ক্ষেত্র হোক বা হোক অন্য কোনো ক্ষেত্র, সর্বত্র চলছে জোরকদমে প্রস্তুতি। সকলেই ব্যস্ত এই বিশেষ দিনের জন্য। দিনটির শুরু হবে দেশের জাতীয় সঙ্গীত (National Anthem) গেয়ে, পতাকা উত্তোলনের (Hoisting the Flag) মাধ্যম। দেশের প্রতি সম্মান জানাতে প্রতিটি নাগরিকের মনে এখন চলছে সাজোসাজো রব।
অন্যবারের মতোই স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে নয়াদিল্লিতে। লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় পতাকা উত্তোলন, গান স্যালুট, পুষ্পবৃষ্টি কোনও কিছুই বাদ থাকছে না। থাকছে জাতীর উদ্দেশ্যে ভাষণও। প্রস্তুতি তুঙ্গে।
গত বছরের মতোই এ বছরের স্বাধীনতা দিবসকেও বৃহত্তর ‘আজাদী কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mohotsav) উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি ওয়েবসাইটে (Government Website) এই বছরে ৭৭ তম স্বাধীনতা দিবসের কথা উল্লেখ করা হয়েছে। এবারের থিম হল ‘জাতি প্রথম, সর্বদাই প্রথম'(Nation first, always First)। দেশের বহু সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়ার চেষ্টাতে সরকার বেশ কয়েকটি কর্মসূচি পালনের সিদ্ধান্ত (Decision) নিয়েছে।
-Written by Riya Ghosh