বর্তমানে সারা বিশ্বের প্রায় প্রতিটি মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন। প্রযুক্তিগতভাবে সভ্যতা অনেকটাই এগিয়ে গিয়েছে। বর্তমানে স্মার্টফোন(Smartphone) এবং ইন্টারনেট ছাড়া ভাবাই যায় না। দৈনন্দিন কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং সহ বহু কাজে দরকার পড়ে স্মার্টফোনের। পড়াশোনা, চাকরি ইত্যাদি ক্ষেত্রেও স্মার্টফোন এবং ইন্টারনেটের(Internet) ব্যবহার বহুগুনে বেড়ে গেছে। স্মার্টফোনে বিভিন্ন কাজ করার জন্য প্রথমেই দরকার হয় বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বা অ্যাপগুলি মোবাইল এর বিভিন্ন কাজকে খুব সহজ করে দেয়। খাবার ডেলিভারি সংস্থা হোক বা ব্যাংকিং, সবকিছুর জন্যই নির্ভর করতে হয় এপ্লিকেশন(Application) বা অ্যাপের উপরে। এমনকি আমরা যে সোশ্যাল মিডিয়াগুলি(Social Media) ব্যবহার করি, সেগুলিও অ্যাপ নির্ভর।
আজকের এই প্রতিবেদনে আপনারা জানবেন কিভাবে অ্যাপ তৈরি করতে হয়(How To Make App), অ্যাপ তৈরি করার জন্য কি নিয়ে পড়তে হয়, অ্যাপ তৈরি করা শিখে আপনি কেমন উপার্জন করতে পারবেন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে।
মোবাইল অ্যাপ ডেভেলপিং(Mobile App Developing) কী?
বর্তমানে স্মার্টফোনের যত কাজ, সবই করা হয় অ্যাপের মাধ্যমে। ব্যবসা-বাণিজ্য, বিনোদন, পড়াশোনা, ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া ইত্যাদি বহু কাজে দরকার পরে অ্যাপ্লিকেশনের। এরকম অ্যাপ তৈরি করার পদ্ধতিকে বলা হয় মোবাইল অ্যাপ ডেভেলপিং। আর যারা মোবাইল অ্যাপ তৈরি করেন, তাদেরকে বলা হয় অ্যাপ ডেভেলপার(App Developer)।
অ্যাপ ডেভেলপারদের কাজ কী?
যারা অ্যাপ তৈরি করেন তাদেরকে বলা হয় অ্যাপ ডেভেলপার। এদের কাজ হল নতুন অ্যাপ তৈরি করা। অ্যাপ তৈরি করার জন্য সি, সি++, জাভা, সুইফটস ইত্যাদি ব্যবহার করে তারা অ্যাপ তৈরি করেন। বেশিরভাগ অ্যাপ তৈরি করা হয় এন্ড্রয়েড সিস্টেমের জন্য বা এন্ড্রয়েড ফোনের জন্য। তবে বর্তমানে iphone অপারেটিং সিস্টেম এর জন্যও অ্যাপ তৈরি করা হচ্ছে এবং এর চাহিদা ক্রমশই দিনে দিনে বেড়ে চলেছে।
মোবাইলে অ্যাপ তৈরি করার জন্য কোন বিষয় নিয়ে পড়তে হবে?
আমাদের দেশের উচ্চমাধ্যমিক(High Secondary) পাঠক্রমে মোবাইল অ্যাপ ডেভেলপিং নিয়ে কোন বিষয় নেই। তবে কোন ছাত্র-ছাত্রী যদি অ্যাপ ডেভেলপিং এর পেশায় আসতে চান, তাহলে তাদেরকে অংক, রসায়ন, পদার্থবিদ্যা এই তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কলেজে ভর্তি হবার সময় মোবাইল অ্যাপ ডেভেলপিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট(Software Development) ডিগ্রির জন্য পড়াশোনা করতে হবে। এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করলে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এর বিষয়টি সম্পর্কের সম্যক ধারণা লাভ করবেন ছাত্রছাত্রীরা।
অ্যাপ তৈরির জন্য কি কি বিষয়ে দক্ষতা থাকা দরকার?
বর্তমানে প্রযুক্তিগত দিক থেকে প্রায়শই পরিবর্তন হয়ে চলেছে। যদি আপনি অ্যাপ তৈরি করতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। পাশাপাশি নতুন কিছু তৈরি করার প্রবণতা রাখতে হবে। বিভিন্ন অ্যাপগুলি কিভাবে কাজ করে, মোবাইলের সাথে অ্যাপগুলি কিভাবে মানিয়ে নেয়, কিভাবে অ্যাপগুলি আপডেট করা হয় ইত্যাদি বিষয়গুলি সম্পর্কেও দক্ষ হতে হবে।
অ্যাপ ডেভেলপমেন্ট শিখে কাজের সুযোগ কেমন?
বহু দেশী এবং বিদেশি সংস্থা তাদের বিভিন্ন রকম প্রমোশনের জন্য অ্যাপ তৈরি করিয়ে থাকে। তার জন্য তারা কোন অ্যাপ ডেভেলপার হায়ার করে থাকে এবং তাকে দিয়ে অ্যাপ তৈরি করানো হয়। পাশাপাশি সেই কোম্পানিতে পার্মানেন্ট চাকরিরও সুযোগ মিলতে পারে সঠিক যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা থাকলে। অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পর পেশার জগতে প্রবেশের অগাধ সুযোগ রয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে বেড়ে চলেছে, তাতে করে অ্যাপের চাহিদা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।
অ্যাপ ডেভেলপমেন্ট শিখে কিভাবে পেশায় প্রবেশ করতে পারবেন?
পড়াশোনার পাশাপাশি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে পেশাদার কোর্স করা থাকলে সেই কোর্স গুলির মাধ্যমে বিভিন্ন রকম বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ থাকে। মোবাইল অ্যাপ ডেভেলপার, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার ইত্যাদি পেশায় যোগদান করতে পারবেন আপনি এই কোর্স করা থাকলে।
মোবাইল অ্যাপ তৈরি করার পর কেমন বেতন পেতে পারেন?
বর্তমানে যে সমস্ত অ্যাপ ডেভলপাররা রয়েছেন, তারা প্রত্যেক বছর গড়ে 4 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করেন। অভিজ্ঞতার ভিত্তিতে ইনকামের পরিমাণও বাড়তে পারে। ছোট এবং মাঝারি সংস্থা গুলির ক্ষেত্রে পাঁচ থেকে ছয় অঙ্কের বেতন পাওয়া যায়। সংস্থা যদি বড় হয়, তাহলে উপার্জনের পরিমাণ আরো বেশি হতে পারে।