HomeStudent HacksStudy চলাকালীন Relationship, কিভাবে ব্যালন্স করলে সফলতা পাবে? রইলো কিছু টিপস এন্ড...

Study চলাকালীন Relationship, কিভাবে ব্যালন্স করলে সফলতা পাবে? রইলো কিছু টিপস এন্ড ট্রিকস।

পড়তে পড়তে প্রেম! হ্যাঁ স্কুলে কিংবা কলেজে পড়াশোনা করার সময় প্রায় সকলেই প্রেম করে। এই সময় প্রেম করেনি আর শুধু পড়াশোনা করে গেছে, এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ তবে ব্যক্তিক্রম তো থাকেই দু-একজন!

কিন্তু পড়াশোনা করতে করতে প্রেমে পড়লে একটাই সমস্যা (Problem) দেখা দেয়। যুগ যুগ ধরে সেই সমস্যা চলে আসছে। কোন সমস্যার কথা বলেছি তা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আপনি। হ্যাঁ, প্রেমে অতিরিক্ত ডুবে গিয়ে পড়াশোনাতে কম মনোযোগ (Less Attentiveness) দেবার ফলে পিছিয়ে পরার সমস্যা। গুরুজনেরা এই কারণেই বলেন “এখন ভবিষ্যৎ গড়ার সময় তোমার। এখন শুধু পড়াশোনার দিকে মন দাও। প্রেম পরে হবে। অনেক সময় পরে আছে।”

কিন্তু ভালবাসা কি আর এসব স্থান, কাল, পাত্র বা সময় মানে? সে তো আর এতকিছু বিচার করে হয়না। তাহলে এখন উপায়? আচ্ছা কেমন হবে বলুন তো যদি প্রেম এবং পড়াশোনা, দুটোতেই ১০০ তে ১০০ নম্বর পাওয়া যায়? হ্যাঁ, দুটো জিনিসের মধ্যে ভারসাম্য (Balancing) বজায় রাখার কথা বলছি। কিন্তু কিভাবে? রইলো কিছু টিপস(Tips)। আসুন সেগুলি দেখে নেওয়া যাক।

১) দুজনের ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে কথা বলুন(Talk about Both of yours Future Goals):
পড়তে পড়তে প্রেম যাদের হয় তাদের ক্ষেত্রে বেশিরভাগ তাদের প্রেমিক/প্রেমিকা (Lover) তার সহপাঠী/সহপাঠিনী (Classmate) হয়। কিংবা যদি অন্য ক্লাসেরও হয়, একই স্কুল বা কলেজ ধরে নিচ্ছি। সেইক্ষেত্রে আপনারা দুজনে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা (Future Planning) বা লক্ষ্য (Goal) সম্পর্কে একে অন্যের সঙ্গে আলোচনা করতে পারেন।

এই আলোচনাতে বোঝা যাবে যে আপনারা একে অন্যের ভবিষ্যত জীবন (Future Life) নিয়ে ঠিক কতখানি সিরিয়াস(Serious)। মনে রাখবেন যে প্রেমিক/প্রেমিকা (Lover) হবার আগে আপনারা একে অন্যের ভালো বন্ধু (Good Friend) তাই একে অপরের লক্ষ্যপূরণে সাহায্য করুন। এইভাবে একে অন্যের সাথে সময়ও কাটানো হলো আবার পড়াশোনাটাও হলো।

২) টিফিন পিরিয়ড একে অপরের সঙ্গে কাটান(Spend Tiffin Period with Each Other):
প্রতিটি স্কুলে বা কলেজে টিফিন ব্রেক (Tiffin Break) দেওয়া হয়। এই সময়টা ৩০মিনিট-৪৫ মিনিট অবধি হয়ে থাকে। এই সময়টুকু একে অন্যের সঙ্গে কাটান। একে অন্যের টিফিন ভাগ (Share your Tiffin with Each Other) করে খান। খাইয়ে দিন একে অপরকে।

এই সময়টুকুতে পড়াশোনার বিষয়ে কথা বলবেন না। নিজেদের ব্যাপারে কথা বলুন যেমন:
i) আপনার বা আপনার সঙ্গীর বাড়িতে কি হয়েছে,
ii) সবার শরীর সুস্থ আছে কিনা,
iii) সে অবসর সময়ে (Leisure Time) কি করে ইত্যাদি বিষয়ে কথা বলুন। দুজনেই উপভোগ করবেন।

৩) সঙ্গীকে মিষ্টি মিষ্টি মেসেজে বার্তা পাঠান(Send Sweet Sweet Messages to your Partner):
সারাদিনের পরে রাতে খেয়ে শুতে যাবার সময় আপনি আপনার সঙ্গী/সঙ্গিনীকে (Partner) মিষ্টি মিষ্টি বার্তা পাঠান মেসেজের মাধ্যমে। যেমন:
i) “আমি তোমায় খুব ভালোবাসি,”
ii) “কাল আবার তোমাকে দেখবো তাই তাড়াতাড়ি স্কুলে যেতে হবে অর্থাৎ এখন দুজনেই তাড়াতাড়ি ঘুমিয়ে পরি চলো,”
iii) “তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছিল” ইত্যাদি মেসেজের মাধ্যমে বার্তা পাঠান।

সারাদিনের পরে এরকম মিষ্টি বার্তা (Sweet Message) পেতে কার না ভালো লাগে বলুন তো! ওহ হ্যাঁ, বার্তাগুলির সঙ্গে কিন্তু অবশ্যই একটি মেসেজে “শুভ রাত্রি” বলবেন। দেখবেন এতে আপনার সম্পর্ক মিষ্টি ও সুস্থ থাকবে।

৪) কিছু বিশেষ তারিখে ডেট প্ল্যান করুন(Plan a Date on Some Special Dates):
কিছু বিশেষ দিন যেমন আপনাদের একে অন্যের জন্মদিন, আপনাদের প্রেমের শুরুর দিন বা ধরুন প্রেম দিবসের তারিখে (Birthday of You and Your Partner, The Day of The Beginning of Your Love or Valentines Day) দুজনে একসাথে বেরোন। সময় কাটান। ভালো কোনো খাবার খান। সেটা হতে পারে ফুচকা অথবা বিরিয়ানিও(Phuchka or Biriyani)। একে অন্যকে ফুল দিন উপহার হিসেবে এবং চকোলেট।

তবে এই দিনগুলি একসাথে কাটানোর আগে তারিখগুলো মনে রাখা দরকার সেটি খেয়াল রাখবেন নইলে প্রেম পাবার পরিবর্তে আপনার সঙ্গীর রাগ উপহার (Gift) হিসেবে পাবেন।

৫) পরীক্ষার সময় No Cellphone Mode এ যাবেন(Go to No Cellphone Mode during the Exam Days):
পরীক্ষার সময় বা পরীক্ষার আগের কিছুদিন থেকে একে অপরের সঙ্গে “শুভ সকাল”, “শুভ রাত” (Good Morning, Good Night) এবং “All the Best” বার্তা পাঠানো ছাড়া আর চেনেন না। সারাদিন একদমই ফোনের মধ্যে একে অপরের সাথে কথা বলায় বুঁদ হয়ে সময় নষ্ট (Time Waste) করবেন না। মনে রাখবেন যে সময় একবার চলে গেলে আর ফিরে পাবেন না আর আপনাকে ভালো ফল করতেই হবে ভবিষ্যতের (Future) জন্য।

পরীক্ষা শুরুর আগে একে অন্যকে All the Best বলে অবশ্যই Wish করুন। মনে কোনো ক্ষোভ সৃষ্টি করবেন না আপনার সঙ্গী আপনাকে সময় দিচ্ছে না বলে। মনে রাখবেন সে এটি আপনাদের দুজনের ভালোর জন্যই করছে।

৬) দুজনে একসাথে জিমে বা সকালে দৌড়ে যান(Both of You go to the Gym Together or Run in The Morning):
ভালো পড়াশোনার (Good Learning) জন্য শরীর সুস্থ রাখা কতটা দরকারি তা নিশ্চয়ই জানেন। এই অছিলায় সঙ্গীর সাথে বেরিয়ে পড়ুন সকালে দৌড়ে (Running) অথবা একসাথে জিমেও (Gym) ভর্তি হতে পারেন।

এইভাবে নিজেরা সুস্থ থাকবেন, পড়াশোনাতে বেশি মনোযোগ (Concentration) দিতে পারবেন আবার একে অপরের সঙ্গে সময়ও কাটাতে পারবেন।

৭) একে অন্যের সঙ্গে স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হন(Engage in Healthy Competition with Each Other):
আপনারা দুজনে ঠিক কতখানি পড়াশোনা করছেন মনোযোগ (Concentration) দিয়ে সেটি পরীক্ষা করার জন্য একে অপরের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে (Quiz) খেলা খেলতে পারেন। এতে কী হবে?

যখন দেখবেন আপনার সঙ্গী সব উত্তর ঠিকভাবে দিতে পারছে অথচ আপনি পারছেন না তখন আপনার মধ্যে নিজেকে আরো ভালোভাবে শুধরে নেওয়ার জেদ আসবে। পড়াশোনায় আরো ভালো করার ইচ্ছে জাগ্রত হবে। এইভাবে দুজনেই উপকৃত হবেন আবার একে অন্যের পড়াশোনাতে সাহায্য (Help) করার মাধ্যমে একসাথে সময়ও কাটাতে পারবেন।

৮) ছুটির দিন বেছে নিন একে অন্যের জন্য(Choose a Holiday for Each Other):
যখন অনেকদিন ছুটি (Holiday) থাকে যেমন গরমের ছুটি (Summer Vacation) বা কোনো উৎসবের ছুটি(Festival Holiday), তখন যেকোনো এক বা একাধিক দিন একে অন্যের জন্য রাখুন। সেই দিনগুলিতে অন্য কোনো কাজ বা পড়াশোনা রাখবেন না। আপনার সঙ্গী দুঃখ পায় এমন কোনো কাজ করবেন না।

পড়াশোনার জন্য যেমন পরীক্ষার সময় একে অন্যকে চেনেন না ঠিক তেমনি এখানেও যেনো শুধু আপনারাই থাকেন। পড়াশোনা নয়। হ্যাঁ, পড়াশোনা নিয়ে টুকটাক আলোচনা চলতে পারে তবে তা যেনো উভয়পক্ষেরই চাওয়া হয়।

৯) স্কুলে/কলেজে একসঙ্গে যাওয়া-আসা করুন(Commute to School/College Together):
স্কুল বা কলেজে একসঙ্গে আসুন এবং একসঙ্গে বাড়ি ফিরুন। পথে যেতে যেতে একে অন্যের কোন ক্লাস ভালো লাগলো, সব বুঝেছেন কিনা বা একে অন্যের ব্যক্তিগত পছন্দ অপছন্দ (Likes and Dislikes) নিয়ে আলোচনা করুন।

এর ফলে একে অন্যকে অনেকটাই চিনতে জানতে পারবেন। Bonding শক্ত হবে আপনাদের।

১০) দুজনেরই ভালো লাগে এমন কিছু করুন(Do Something Which you Both Enjoy):
দুজনেরই ভালো লাগার কাজ করুন। সেই কাজ হতে পারে মুভি দেখা বা গান শোনা (Watching Movie or Listening to Songs) বা অন্যকিছু। একসাথে দুজনে মিলে বাগান পরিচর্চাও (Gardening) করতে পারেন। অনেকে বই পড়া (Study Books) উপভোগ করতে পারেন।

এইভাবে একে অন্যের সাথে সময় কাটান পড়াশোনার কোনো ক্ষতি না করে।

রইলো কিছু টিপস এন্ড ট্রিকস (Tips and Tricks) আপনাদের জন্য যাতে পড়াশোনা এবং প্রেম(Study and Love), দুটোই আপনি করতে পারবেন ভারসাম্য বজায় (Balancing) রেখে। আশা রাখি এগুলি আপনার কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট (Do Comment) করে জানাবেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular