Homeঅন্যান্যAadhaar Card: আপনার আধার কার্ড সক্রিয় আছে না কি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে?...

Aadhaar Card: আপনার আধার কার্ড সক্রিয় আছে না কি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে? কীভাবে বুঝবেন জেনে নিন!

আধার কার্ড (Aadhaar Card) হলো বর্তমানে খুব জরুরী একটি নথি(Important Document)। এই কার্ডের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু, কলেজের পরীক্ষা থেকে চাকরির পরীক্ষা এমনকি আপনার পরিচয়পত্র (Birth to Death, College Exam to Job Exam even Identity) হিসেবেও কাজ করে এই আধার কার্ড। কিন্তু এই আধার কার্ডটি সক্রিয় আছে নাকি নিষ্ক্রিয় (Active or Expired) হয়ে গেছে তা বুঝবেন কিভাবে? আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় (Expired Aadhaar Card) হলে আপনারই বিপদ হবে। কিভাবে জানা যাবে দেখে নিন।

বর্তমানে আনুমানিক ১.১২ বিলিয়নেরও বেশি ভারতীয় নাগরিক আধার কার্ডের জন্য নিজের নাম নথিভুক্ত (Enlisted Name) করেছেন। অর্থাৎ মোট জনসংখ্যার ৮৮.২ শতাংশ। কিন্ত আপনি কি জানেন যে কেন্দ্রের প্রকাশিত একটি রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে যে, UIDAI আজ পর্যন্ত প্রায় ৮১ লক্ষ আধার কার্ড বাতিল করেছে। এর কারণ কি? আসুন দেখি।

একাধিক আধার নম্বর ইস্যু (Aadhaar Number Issue) করা হলে কিংবা বায়োমেট্রিক ডেটা (Biometric Data) বা সহায়ক নথিতে অসঙ্গতি হলে আধার কার্ড বাতিল করা হয়। এবার দেখুন তো বাতিল তালিকায় আপনার আধার কার্ড আছে কিনা! কিভাবে জানবেন ধাপে ধাপে দেখে নিন।

অনলাইনে আধার কার্ডের স্টেটাস যাচাইয়ের পদ্ধতি(How to Check Aadhaar Card Status through Online):

  • i) সবার আগে গ্রাহককে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে ‘Verify Aadhaar Number’ অপশনে (Option) যেতে হবে।
  • ii) এবারে ‘Aadhaar Service Tab’ অপশনে (Option) গিয়ে সেখান থেকে ‘Verify Aadhaar Number’ লেখা লিঙ্কে ক্লিক (Click on the Link) করুন।
  • iii) এখন গ্রাহককে (Card Holder) নিজের আধার কার্ডের ১২ সংখ্যার নম্বর এবং Security Code দিতে হবে। এরপরে ‘Verify’ অপশনে ক্লিক (Click on the Option) করুন।
  • iv) আপনার আধার কার্ডের নম্বর যদি সক্রিয় (Active) থাকে তাহলে আপনার Registered মোবাইল নম্বরে মেসেজ আসবে সঙ্গে সঙ্গে। তার সাথে স্ক্রিনেও একটি আধারের Status Show করবে।
  • v) এছাড়াও স্ক্রিনে গ্রাহকের বয়স, রাজ্য এবং মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দেখাবে। বলে রাখি যে, আধারের স্ট্যাটাস পরীক্ষার জন্য ওটিপি-র (OTP) প্রয়োজন নেই।
  • vi) এ তো গেল সক্রিয় আধার কার্ডের বিষয়। আর যদি নিষ্ক্রিয় হয় তখন কি দেখাবে? যদি আপনার আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাহলে স্ক্রিনে ফুটে উঠবে ‘Does Not Exists’!

ভাবছেন সর্বনাশ হয়ে গেলো এটা দেখালো মানেই? আরে ঘাবড়ে যাবেন না। পুনরায় আধার কার্ডটিকে সক্রিয় করারও উপায় আছে। কিভাবে? জানুন।

  • i) আপনার যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র (Important Document) নিয়ে আধার তালিকাভুক্ত কেন্দ্রে চলে যান। সেখানে গিয়ে জমা দিন আধার কার্ড আপডেট করার ফর্ম। এর জন্য ২৫ টাকা চার্জ লাগবে।
  • ii) এরপরে পুনরায় আপনার তথ্য ও বায়োমেট্রিক্স যাচাই (Biometric Check) করিয়ে আপডেট করা হবে আপনার আধার কার্ডটি(Aadhaar Card)।

প্রসঙ্গত উল্লেখ্য যে, অনলাইন বা পোস্ট অফিস মারফত এই কাজ করা যাবে না। আধার কেন্দ্রে যেতে হবে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular