Homeঅন্যান্যসরকারি কর্মচারীদের অর্জিত ছুটি বা Earned Leave কি? জানুন সম্পূর্ণ বিস্তারিত।

সরকারি কর্মচারীদের অর্জিত ছুটি বা Earned Leave কি? জানুন সম্পূর্ণ বিস্তারিত।

সরকারি কর্মীদের জন্য যে সমস্ত ছুটি উপলব্ধ থাকে, তার মধ্যে অন্যতম একটি ছুটি হল অর্জিত ছুটি বা Earned Leave। বিশেষ প্রয়োজন, অসুস্থতা, দূরে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কারণে সরকারি কর্মচারীরা এই ছুটি ব্যবহার করে থাকেন। আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন সরকারি কর্মচারীদের অর্জিত ছুটি (EL Rule) বিষয়টি কি, কিভাবে এই ছুটি পাওয়া যায়, এই ছুটি পাবার নিয়ম এবং অন্যান্য সম্পূর্ণ তথ্য বিস্তারিত।

অর্জিত ছুটির নিয়ম কি?

সরকারি কর্মীদের অর্জিত ছুটির বেশ কিছু নিয়ম (Earned Leave (EL) Rules) আছে। WBSR-I এর 169, 170, 176 নং রুলে এই বিষয়ে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ আছে। জেনে নিন EL সম্পর্কিত নিয়মগুলি।

  • ১. বছরে দুবার এই ছুটি অগ্রিম জমা করা হয়।
  • ২. ১ জানুয়ারি, ১ জুলাই ১৫ দিন করে ছুটি জমা হয়।
  • ৩. একমাস চাকরি করলে ২.৫ দিনের অর্জিত ছুটি জমা হয়।
  • ৪. ব্যক্তিগত কারণ, চিকিৎসা বা বিশেষ কোন প্রয়োজনে এই ছুটি নেওয়া যায়।
  • ৫.বর্তমানে ৩০০ দিন পর্যন্ত অর্জিত ছুটি জমা করা যায়। এই ৩০০ দিনের ছুটির জন্য চাকরির মেয়াদ শেষ হয়ে যাবার পর ৩০০ দিনের Leave Salary ঢুকে যাবে সরকারি কর্মচারীদের ব্যাংক একাউন্টে।
  • ৬. সরকারের অনুমোদন ছাড়া একটানা ১২০ দিনের বেশি অর্জিত ছুটি মঞ্জুর করা যায় না।
  • ৭. বছরের শুরু থেকে ৩০ জুন, বা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কোন কর্মচারীর যদি Extraordinary Leave থাকে, তাহলে প্রতি ১০ দিনের জন্য একটি অর্জিত ছুটি বাদ যাবে। পরবর্তী বছর এই ছুটি বাদ দিয়ে জমা হবে। তবে এর পরিমান ১৫ দিনের বেশি হবে না।
  • ৮. ক্যাজুয়াল ছুটির সাথে অর্জিত ছুটি যোগ করা যায় না।
  • ৯. মেটারনিটি লিভ, বিনা বেতন ছুটি, অর্ধ বেতন ছুটির সাথে অর্জিত ছুটি যোগ করা যায়।
  • ১০. এই ছুটি চলাকালীন কর্মচারীরা সম্পূর্ণ বেতন পাবেন।
  • ১১. বর্তমানে Rule 172 WBSR-I অনুযায়ী 30 দিন পর্যন্ত অর্জিত ছুটি জমানো যায়।

শিক্ষকরা অর্জিত ছুটি পাবেন?

রাজ্যর সরকারি বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর নির্দিষ্ট সময় ভ্যাকেশনের ছুটি(Vacation Leave) পান। এর মধ্যে আছে পুজোর ছুটি, গরমের ছুটি ইত্যাদি। ভ্যাকেশন ডিপার্টমেন্টের কর্মচারীরা অর্জিত ছুটি পান না। তবে কোন কারণে যদি ভ্যাকেশন ছুটি থেকে তারা বঞ্চিত হন বা ভ্যাকেশন চলাকালীন সরকারি কাজ করতে হয়, তাহলে সেই বছর তার ছুটির তালিকায় ৩০ দিন অর্জিত ছুটি যোগ হয়। কাজ করার অনুপাতিক হারে অর্জিত ছুটি জমা হতে থাকবে এইভাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular