আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ডের (Aadhaar Card, Voter Card or PAN Card) মতোই রেশন কার্ডও (Ration Card) খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট(Important Document)। বর্তমানে সবকিছু ডিজিট্যাল (Digital) হচ্ছে এবং ডিজিট্যাল হচ্ছে রেশন কার্ডও(Digital Ration Card)। কিন্তু ই-রেশন কার্ড (E-ration Card) বানাতে গেলে দিতে হয় লম্বা লাইন। এই গরমে লম্বা লাইনে দাঁড়ানো সত্যিই কষ্টকর ভীষণ।
তবে আর চিন্তা নেই, আজ আমরা আপনাদের জন্য বাড়িতে বসেই কিভাবে আপনার ই-রেশন কার্ড বানাতে পারবেন তার হদিশ নিয়ে এসেছি। প্রতিটি ধাপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই দেরি না করে গুরুত্ব সহকারে পড়ুন আজকের এই প্রতিবেদনটি। (Download Your E-ration Card at Home)
অনলাইনে কিভাবে ই-রেশন কার্ড বানাতে পারবেন? (How to Make Your E-ration Card through Online?)
i) ই-রেশন কার্ড (E-ration Card) পেতে গেলে সবার প্রথমেই আপনাকে food.wb.gov.in এই ওয়েবসাইটে (Website) যেতে হবে।
ii) ওয়েবসাইটটিতে (Website) গিয়ে যে পৃষ্ঠাটি প্রথমে খুলবে তার একেবারে ডানদিনে আপনি আপনার পছন্দমতো ভাষা নির্বাচন করে নিন। বাংলা ভাষারও অপশন পাবেন।
iii) এবারে এই ওয়েবসাইটের (Website) একেবারে নিচে নজর দেবেন। বেশ কিছু অপশন দেখতে পারবেন এবং তার মধ্যেই থাকবে ই-রেশন কার্ডের অপশন(E-ration Card Option)।
iv) এবারে অপশনটিতে ক্লিক করলেই অন্য একটি পেজ খুলে যাবে। সেখানে দেখবেন অন্য একটি অপশন Download E-Ration Card থাকবে।
v) অপশনটি ক্লিক করবেন আর দেখবেন নতুন একটি পেজ খুলবে যেখানে আপনার রেশন কার্ডের নম্বর এবং আপনার ক্যাট্যাগরির বিষয়ে (Ration Card Number and Category) জিজ্ঞেস করবে।
vi) সব তথ্য দেবার পরে Captcha Code দেবেন।
vii) এরপরেই আপনি আপনার E-Ration Card ডাউনলোড করার অপশন (Download Option) পাবেন। করে ফেলুন ডাউনলোড।
vii) ডাউনলোড করার পরে প্রিন্ট (Print Out after Download) করিয়ে নিন।
দেখলেন তো কত সহজেই বাড়িতে বসে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ই-রেশন কার্ড (E-ration Card) পেতে পারবেন! তাহলে আর দেরি কেনো? এখুনি ডাউনলোড করুন।
-Written by Riya Ghosh