বিগত বেশ কয়েক মাস ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) এর ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে অনেক কঠিন কঠিন কাজও একদম নিমেষের মধ্যে অল্প সময়ের মধ্যে করে ফেলা সম্ভব হয়। তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে পড়াশোনা, ব্যাংকিং সহ আরো অনেক কাজ খুব সহজেই করে ফেলা যাচ্ছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীরা আরো একটি নতুন সুবিধা পেতে চলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর পক্ষ থেকে। এবার থেকে আপনার জন্য উপযুক্ত চাকরি খুঁজে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। খুব শীঘ্রই আসতে চলেছে নতুন একটি সুবিধা।
বিজ্ঞানীরা এবং গবেষকরা আশঙ্কা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে মানুষের কর্মক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রভাব এতটাই পড়বে যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে কয়েক কোটি মানুষ চাকরি হারাতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন এতটাই চর্চার মধ্যে, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাইক্রোসফট মালিকানাধীন প্ল্যাটফর্ম LinkdIn কোম্পানি চাকরি প্রার্থীদের কল্যাণের কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সিদ্ধান্ত নিল।
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Artificial Intelligence) চাকরিপ্রার্থীদের জন্য সঠিক সুযোগ খুঁজে বের করবে। এছাড়া কোন চাকরিপ্রার্থী কোন চাকরির যোগ্য তার উপযুক্ত সন্ধানও খুঁজে দেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সম্প্রতি মাইক্রোসফট মালিকাধীন সংস্থা LinkdIn এইরকম ফিচার এর উপরেই কাজ করছে।
LinkdIn প্রিমিউম ইউজাররা এখন থেকেই এই ফিচার ব্যবহার করতে পারছেন। সংস্থার হেড অফ কোর গ্রোথ সিনিয়র ডিরেক্টর জানান যে তারা একটি জেনারেটিভ AI কে কাজে লাগিয়ে কোন চাকরি প্রার্থীর profile, নিয়োগ সংস্থার প্রোফাইল, কাজের ধরন, কাজের বিবরণ এবং আগ্রহ অনুযায়ী একটি পার্সোনালাইজ ড্রাফট মেসেজ তৈরি করছেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ফিচার কে কাজে লাগিয়ে প্রিমিয়াম ইউজারদের প্রোফাইলের হেডলাইন এবং এবাউট সেকশন আরো আকর্ষক করে তোলা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে এই ফিচারের উপর আরো অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে OpenAi, Chatgpt এবং Dall E আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলি বেশ চর্চায় রয়েছে। গ্রাহকদের মন পেতে গুগলের পক্ষ থেকেও নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লঞ্চ করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত ভালো এবং খারাপ দিকের মধ্যে সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়েও যে চাকরিপ্রার্থীদের সাহায্য করা যেতে পারে, তা সম্পূর্ণ নতুন একটি ধারণা। আশা করা যাচ্ছে যে আগামী দিনে অনেক চাকরিপ্রার্থীর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সুবিধা পেতে চলেছেন।