Homeঅন্যান্যকেন ১৫ই আগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস? আসল কারণটি জানুন।

কেন ১৫ই আগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস? আসল কারণটি জানুন।

আমাদের ভারতবর্ষে প্রতি বছর ১৫ ই আগস্ট পালন করা হয় স্বাধীনতা দিবস(Independence Day)। কিন্তু ১৫ই আগস্টেই কেন স্বাধীনতা দিবস পালন করা হয়? তার কারণ কি জানেন?

স্বাধীনতা পাবার পর কেটে গিয়েছে ৭৬ বছর। ৭৭ তম স্বাধীনতা দিবসে আড়ম্বর এর সাথে পালিত হতে চলেছে স্বাধীনতা দিবস। চারিদিকে তেরঙ্গা পতাকা উড়বে, দেশাত্মবোধক গান বাজবে, বিপ্লবীদের স্মরণ করা হবে। তবে জানেন কি ১৫ই আগস্ট দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে কেন বেছে নেওয়া হয়েছিল?

কংগ্রেসের সভাপতি থাকাকালীন ১৯২৯ সালে জহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের ডাক দেন। তার আহবানে প্রতিবছর ২৬শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করার কথা ছিল। এই হিসেবে প্রতিবছর স্বাধীনতা দিবস হওয়ার কথা ছিল 26 শে জানুয়ারি। তবে সেই তারিখটি পরিবর্তন করে 15ই আগস্ট কেন স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হলো ?

ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্টব্যাটেন্টকে একটি আদেশ পত্র দিয়েছিল, যেখানে বলা হয়েছিল ক্ষমতা হস্তান্তরের সমস্ত কাজ শেষ হতে 1948 সালের 30 জুন হয়ে যাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তৎকালীন মুসলিম লীগ। একই সাথে তারা সংখ্যালঘুদের জন্য আলাদা একটি দেশের দাবি তোলেন। তখন লর্ড মাউন্টব্যাটেন এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি 1947 সালের আগস্ট মাসে এগিয়ে আনেন। সেই বছরে ৪ই জুলাই ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং ১৮ই জুলাই সেই প্রস্তাব গৃহীত হয়। এই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠন করার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন ভাইসরয়। তারপর ১৪ই আগস্ট দেশ ভাগ হয় এবং ১৫ ই আগস্টের মাঝরাতে ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়। আর তারপর থেকেই প্রতি বছর ১৫ই আগস্ট ভারতে স্বাধীনতা দিবস পালিত হয়ে আসছে।

আগামী ১৫ই আগস্ট ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস (77th Independence Day)। বহু রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করেছে। বহু মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন, বহু মানুষ স্বজনহারা হয়েছেন। বহু মানুষের আত্মবলিদান এর জন্য আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হই। আমাদের প্রত্যেকের উচিত সেই সমস্ত মহান বিপ্লবীদের সম্মান ও শ্রদ্ধা জানানো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular