Homeঅন্যান্যআধার কার্ডের ছবি পছন্দ নয়? এই উপায়ে নিজেই বদলে ফেলুন আপনার আধার...

আধার কার্ডের ছবি পছন্দ নয়? এই উপায়ে নিজেই বদলে ফেলুন আপনার আধার কার্ডের ছবি।

বর্তমানে আধার কার্ড (Adhaar Card) প্রায় সব সরকারি কাজেই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে রান্নার গ্যাস, ব্যাংকিং সহ একাধিক জায়গায় আধার কার্ড ব্যবহার করা হয়। অনেক সময় পরিচয় পত্র হিসেবেও আধার কার্ড ব্যবহার করা হয়ে থাকে।

আধার কার্ড সংক্রান্ত নানা আপডেট UIDAI এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়। এর আগেও আধার কার্ডে নাগরিকদের নাম, ঠিকানা শুরু করে অন্যান্য নথি বদলানোর সুযোগ করে দিয়েছিল UIDAI, সেই তালিকায় নতুন এবার যুক্ত হলো ছবি। এবার থেকে আধার কার্ড হোল্ডাররা নিজেদের ছবি ও পরিবর্তন করতে পারবেন (Photo Change In Adhaar Card)।

মাত্র ১০০ টাকা খরচ করেই আপনি নিজের ছবি বদলাতে পারবেন। বেশ কয়েক বছর আগে আধার কার্ড তৈরি করা হয়েছিল। অনেক ব্যক্তিরই তখনকার মুখের সাথে এখনকার মুখের বেশ পার্থক্য হয়ে গেছে। তাই অনেকেই চান তখনকার ছবি বদলে নতুন ছবি বা ভালো কোন ছবি আধার কার্ডের সংযুক্ত করতে।

তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করবেন।

How To Change Aadhar Card Photo Online?

আধার কার্ডের ছবি পরিবর্তন করতে গেলে প্রথমেই আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট: https://uidai.gov.in/

এরপর হোমপেজে আপনি “Get Aadhaar” একটি অপশন পাবেন এবং এর মধ্যে “Book an Appointment” অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি সিলেক্ট করে নিতে হবে।

এরপর স্ক্রিনে মোট তিনটি অপশন আসবে এবং এর মধ্যে একটি অপশন “Aadhaar Update” দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইলে আসা ওটিপি বসিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলে ফটো আপডেট এর প্রয়োজনীয় ফর্মটি আপনার সামনে চলে আসবে এবং এই ফর্মে আপনাকে আপনার নাম, আধার নম্বর, রাজ্য, নাগরিকত্ব ইত্যাদি বিষয়গুলি সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে।

এরপর নেক্সট অপশনে ক্লিক করে একটি পেজ আসবে এবং সেই পেজে আপনি কোন নতুন তথ্যটি আপডেট করতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে।

ফটো আপডেট করার জন্য আপনাকে বায়োমেট্রিক অপশনটি বেছে নিয়ে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।

এরপর আপনার সময় এবং সুবিধামতো তারিখ ও সময় বুক করতে হবে এপয়েন্টমেন্ট হিসেবে। এরপর সাবমিট করা হয় গেলে পেমেন্ট অপশন আসবে এবং সেখানে আপনার পেমেন্টটি কমপ্লিট করতে হবে।

একটি প্রিন্ট আউট বেরোবেl সেই প্রিন্ট আউট নিয়ে নির্ধারিত সময়ে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে উপস্থিত হয়ে আপনার ছবি আপডেট করতে পারবেন।

ফটো আপডেট করা সম্পূর্ণ হলে আপনাকে একটি স্লিপ এবং একটি লিংক দিয়ে দেওয়া হবে । যেটির মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের ছবি বদলানো সম্পূর্ণ হয়েছে কিনা।

RELATED ARTICLES

Most Popular