ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নিয়মিত ব্যায়াম করা জরুরি। এই কথা আপনারা নিশ্চয়ই শুনে এসেছেন। কিন্তু আপনি কি জানেন যে এর সাথেই ভালো মুভি (Good Movie) দেখাও জরুরি? হ্যাঁ এটি সত্যি। এমন কিছু মুভি (Movie) আছে যেগুলি অবশ্যই ছাত্রজীবনে (Student Life) দেখা উচিত।
এর ফলে জ্ঞান সঞ্চার (Knowledge Gain) হয়, পড়াশোনার প্রতি একঘেঁয়ে (Monotonous) মনোভাব দূর হয় এবং মনও খুশিতে ভরে ওঠে। আজ এই প্রতিবেদনে এমনই চারটি মুভির (Movie) সম্পর্কে বলতে চলেছি বিস্তারিত ভাবে যেগুলি জীবনে একবার হলেও দেখা উচিত ছাত্রজীবনে(Student Life)। শুধু ছাত্র না, সকলেরই অত্যন্ত পছন্দ হবে এই মুভিগুলি। আসুন জেনে নেওয়া যাক। (4 Movies that Every Student Should Watch)
সবগুলিই দেখা প্রয়োজন বিশেষ করে তিন নম্বরটি একদমই মিস করা উচিত না।
১) Taare Zameen Par (2009):
Tare Zameen Par হলো এমন একটি আন্তর্জাতিক (International) স্তরের মুভি (Movie) যা সকলকে নাড়িয়ে দিয়েছিলো। সমাজের অনেক সমস্যা এবং একটি বাচ্চার বিশেষ এক রোগের ব্যাপারে এখানে বলা হয়েছে যার জীবনে পরবর্তীকালে দেবদূতের (Angel) ন্যায় আসেন একজন শিক্ষক(Teacher)। যাঁর জাদুর ছোঁয়াতে মনের চাপা কষ্ট প্রকাশ পায় বাচ্চাটির।
মুভিতে ঈশান নামের এক বাচ্চার জীবন দেখানো হয়েছে যে বাচ্চাটি তার বাবার কাছে এক অযোগ্য সন্তান! মা’য়ের আরামের কোল ছেড়ে যাকে যেতে হয় হোস্টেলে বাবার জেদের কারণে। তার দাদা তাকে ভালোবাসে, কিন্তু বাবার ভয়ে সেও সিঁটিয়ে থাকে। তার দাদা খেলাধুলা, পড়াশোনা ইত্যাদি সবকিছুতেই চ্যাম্পিয়ন (Champion) আর তাই বাবার চোখে সেই একমাত্র যোগ্য সন্তান, ঈশান নয়।
ছোট্ট ঈশানের জীবনে দেবদূত (Angel) হিসেবে আসেন তার শিক্ষক যিনি ঈশানের ডিসলেক্সিয়া (Dyslexia) রোগের সন্ধান পেয়ে তার সুপ্ত প্রতিভাকে (Hidden Talent) জগতের সামনে তুলে ধরে।
মুভিটি যেভাবে একজন ডিসলেক্সিক (Dyslexic) বাচ্চার জীবনের বিভিন্ন বাধাগুলিকে দেখায় এবং কিভাবে সেটা কাটিয়ে ওঠে সেসব ভীষণ নিখুঁত (Flawless) ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অবশ্যই এই ছবিটি সকলের দেখা উচিত বিশেষত ছাত্রদের।
২) Udaan (2010):
এই মুভিটিতে দেখানো হয়েছে যে কিভাবে একটি ভারতীয় (Indian) কিশোর বালক রোহান তার লেখক (Author) হবার ইচ্ছেকে দমিয়ে রাখতে বাধ্য হয় তার বাবার জন্য। আসলে তার বাবা অন্যান্য অভিভাবকের মতোই চেয়েছিলেন তাঁর ছেলে একটি সুরক্ষিত ভবিষ্যত (Safe Future) বেছে নিক। কিন্তু এই সুচিন্তা করে ছেলের আবেগকে মেরে ফেলছিলেন তিনি।
কিভাবে সে সমস্ত বাধা অতিক্রম করে এবং নিজের সৎ ভাইয়ের (Step Brother) সঙ্গে সম্পর্ক ভালো করে সেই বিষয়েই এই মুভি পরবর্তী প্রজন্মকে (Future Generation) জ্ঞান দেয়। কিভাবে নিজের মনের ইচ্ছেশক্তিতে (Will Power) নির্ভর করে এগিয়ে যেতে হয় তার জ্ঞান অর্জন করা যায় এই ছবি দেখে। অবশ্যই এই মুভি সকলের দেখা উচিত।
৩) 3 Idiots (2009):
3 Idiots শিক্ষার্থীদের তথা সমাজের জন্য এমন একটি মুভি যা প্রচুর শিক্ষা (Knowledge) প্রদান করে। চেতন ভগতের লেখা একটি উপন্যাসের (Novel) ওপর ভিত্তি করেই এই মুভিটি (Movie) বানানো হয়েছে।
মুভিটি তিনজন কমবয়সী ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের (Engineering Student) জীবন কাহিনী নিয়ে তৈরি। বিভিন্ন পটভূমি (Background) থেকে আসা তিনজন যুবক কিভাবে বন্ধু হয়ে একে অপরের সঙ্গে থাকে এবং ভবিষ্যতে উন্নতি করে সেটা এই মুভির গৌণ বিষয়(Secondary Matter)।
কিভাবে পুঁথিগত বিদ্যা ছেড়ে বাস্তব জীবনে অভিজ্ঞতা (Experience) লাভ করে আপনি শিক্ষিত হয়ে উঠতে পারেন এটিই এই ছবির মূল বিষয়। এছাড়া এই মুভির মাধ্যমে বন্ধুত্বের মূল্য (Value of Friendship) সহ আরো অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করা যায়। মুভিটির একটি সংলাপ ভীষণভাবে নাড়া দেয় সকলকে সেই সংলাপটি হলো “All is Well” অর্থাৎ “সব ঠিক হবে”। অবশ্যই এই ছবিটি সকলের দেখা উচিত। কোনোভাবেই মিস করা উচিত না।
৪) Dead Poets Society (1989):
Dead Poets Society মুভিতে দেখানো হয়েছে Weldon Academy এর একজন শিক্ষকের বিষয়ে যিনি কবিতা (Poem) পছন্দ করেন এবং তাঁর শিল্পের (Art) মাধ্যমে শিক্ষাদানের দক্ষতা অর্জন করেন।
চিরাচরিত শিক্ষণ পদ্ধতির (Traditional Teaching Methods) উর্ধ্বে গিয়ে কিভাবে ছাত্রছাত্রীদের খোলাখুলিভাবে চিন্তা করতে শেখান তার শিক্ষা এই ছবির মাধ্যমে পাওয়া যায়। মুভিটি অবশ্যই সকলের দেখা উচিত। চিরাচরিত সমাজ ব্যবস্থাকে বদলাতে সাহায্য করে এই মুভি।
উপরিউক্ত চারটি মুভি অবশ্যই সবার বিশেষত ছাত্রছাত্রীর দেখা উচিত। দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং প্রতিবেদনটি (Article) ভালো লেগে থাকলে সকলের সঙ্গে ভাগ করে নিন।
-Written by Riya Ghosh