HomeJob updatesরাজ্যে শিক্ষক এবং অশিক্ষক পদে চাকরির খবর, জানুন বিস্তারিত।

রাজ্যে শিক্ষক এবং অশিক্ষক পদে চাকরির খবর, জানুন বিস্তারিত।

West Bengal National University of Juridical Science অর্থাৎ NUJS এর তরফে শিক্ষক ও অশিক্ষক পদের নিয়োগের (Teaching and Non Teaching Stuff) জন্য জারি হলো বিজ্ঞপ্তি। কলকাতার এই প্রতিষ্ঠানে আবেদনের জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হতে হবে। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন। (West Bengal NUJS Recruitment 2023)

নিয়োগ বোর্ড:

WBNUJS

পদের নাম:

i) Teacher
ii) Non Teaching Stuff (Various)

শূন্যপদের সংখ্যা:

24টি।

আবশ্যিক যোগ্যতা:

i) Non Teaching Stuff (MTS):
এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
ii) Teacher:
a) এই পদে আবেদনের জন্য প্রার্থীদের Graduate/Post Graduate/PhD উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
b) আরো বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

i) আবেদনকারীর সর্বোচ্চ বয়স 45 বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন প্রক্রিয়া অনলাইনে/ অফলাইনে, দুই ভাবেই করতে পারেন।
ii) প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড (Download) করে নিতে হবে।
iii) এরপরে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সহকারে আবেদনপত্রটি পূরণ করে বিজ্ঞপ্তিতে জানানো নির্দিষ্ট Email ID অথবা ডাক মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদন মূল্য:

i) Unreserved Category: 2000/- টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
ii) SC/ST/PWD Category: 1500/- টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের শুরুর তারিখ:

31/08/2023

আবেদনের শেষ তারিখ(MTS):

15/09/2023

আবেদনের শেষ তারিখ(Teacher):

09/10/2023

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইটে(Website)।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

See also  7th পে কমিশন অনুযায়ী বাড়বে কেন্দ্রের কর্মচারীদের বেসিক পে, বড় ঘোষণা কেন্দ্রের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular