HomeGovt SchemeWomen's Employment: মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধিতে রাজ্যে চালু হতে চলেছে ‘উইমেন্স এমপ্লয়মেন্ট'!

Women’s Employment: মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধিতে রাজ্যে চালু হতে চলেছে ‘উইমেন্স এমপ্লয়মেন্ট’!

রাজ্যে নারীদের উন্নতির জন্য বেশ কয়েকটি প্রকল্প লঞ্চ করেছিল পশ্চিমবঙ্গের সরকার। সবকটি প্রকল্পই বর্তমানে চালু রয়েছে। মেয়েদের জন্য কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী সহ আরো একাধিক প্রকল্প লঞ্চ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে এখানে এই থেমে থাকতে চাইছে না রাজ্য সরকার। রাজ্য মহিলাদের চাকরির নিশ্চয়তা দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে রাজ্যে চালু হতে চলেছে ‘উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ (Women’s Employment)। এই প্লাটফর্মের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক মহিলার কর্মসংস্থান বৃদ্ধি হবে বলে আশা করা যাচ্ছে। শুধুমাত্র কর্মসংস্থান বৃদ্ধি নয় ,রাজ্য মহিলাদেরকে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় ,সেগুলি নিয়েও এখানে সমাধানের পথ খোঁজা হবে।

সম্প্রতি এই সিদ্ধান্তটি মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে। মূলত রাজ্যের মহিলাদের চাকরির সুযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি দপ্তরে মহিলাদের চাকরি আর কাজ সম্পর্কিত তথ্য গুলি প্রথমে মিলিয়ে দেখা হবে। এছাড়া রাজ্যের কোন কোন দপ্তরে কতজন মহিলা কাজ করছেন, সেই সম্পর্কে দেখা হবে। তাছাড়া আর কোন কোন সরকারি ক্ষেত্রে মহিলাদের কাজের সুযোগ বৃদ্ধি করা সম্ভব, কোন কোন বেসরকারি সংস্থায় মহিলাদের যুক্ত করা সম্ভব, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কিভাবে মহিলাদের কাজ বৃদ্ধি করা যায় – এই বিষয়গুলি সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

See also  রাজ্যের যুবক যুবতীদের জন্য সরকারের নয়া প্রকল্প। সরকারের এই নতুন প্রকল্পে যুবক-যুবতীরা পাবেন ২৫০০ টাকা। জানুন বিস্তারিত।

এই প্লাটফর্মের জন্য শিশু এবং মহিলা উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের সচিবকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া এই প্লাটফর্মে রয়েছে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর গুলির সচিবরা। এখানে রয়েছেন রাজ্যের অর্থ, কারিগরি শিক্ষা, শিল্প, ক্ষুদ্র শিল্প, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, পঞ্চায়েত সচিব প্রমুখরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular