HomeGovt Schemeযুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন? কিভাবে তালিকায় নিজের নাম চেক করবেন?

যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন? কিভাবে তালিকায় নিজের নাম চেক করবেন?

প্রতিবছর রাজ্য সরকার (State Government) এবং কেন্দ্র সরকার (Central Government) জনগণের কথা মাথায় রেখে বিভিন্ন রকম স্কিম (Government Schemes) লঞ্চ করে। জনগণ এবং সর্বসাধারণের সুবিধার জন্যই বিভিন্ন রকম স্কিম লঞ্চ করা হয়। দেশে এবং রাজ্যে একাধিক স্কিম রয়েছে যেগুলি বর্তমানে চালু আছে।

বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য এবং কাজে উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক বছর রাজ্যের প্রায় এক লক্ষ বেকার, কর্মহীন যুবক-যুবতীকে এই প্রকল্পের আওতায় এনে আর্থিক অনুদান দেওয়া হয়। রাজ্যের বহু সংখ্যক কর্মহীন যুবক-যুবতীরা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন ইতিমধ্যে।

অনেকে হয়তো মনে করেন যে যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করলেই সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে। কিন্তু নাম নথিভুক্ত করলেই প্রত্যেককে সরকারি অনুদান দেওয়া হয় না। সরকারের পক্ষ থেকে ভেরিফাই করা হয় কারা অনুদান পাওয়ার যোগ্য এবং তারপর ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়। এবং সেই লিস্ট অনুযায়ী প্রত্যেককে আর্থিক অনুদান দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

যুবশ্রী প্রকল্পে কারা নির্বাচিত হয়েছেন সেই লিস্ট দেখবেন কিভাবে (Yuvashree Prakalpa List check) সেটি নিয়েই আজকের এই প্রতিবেদন। তাহলে জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পের যারা অনুদান পাবেন, তাদের সেই তালিকা কিভাবে চেক করতে পারবেন।

আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে মাত্র কিছু সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমেই চেক করে নিতে পারবেন যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস। এবং আপনি অনুদান পাবার যোগ্য কিনা সেটিও চেক করতে পারবেন।

  • প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।লিংক: https://www.employmentbankwb.gov.in/
  • হোমপেজের ডান দিকে সার্চ অপশনে আপনার জেলা বা এলাকার নাম লিখে সার্চ করতে হবে।
  • সার্চ করার পরেই আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এবং ওপরেই আপনি যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টের (Yuvashree Prakalpa Final list) একটি অপশন দেখতে পাবেন।
  • এই অপশনে ক্লিক করলে একটি নতুন লিস্টের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং এই লিস্টে আপনি আপনার নাম সহজেই সার্চ করলে পেয়ে যাবেন।

যদি সার্চ করে আপনার নাম না পান, তাহলে কোন কারনে আপনার আবেদন রিজেক্ট করা হয়েছে (Yuvashree Prakalpa application Reject) এবং আপনি যুবশ্রী প্রকল্প পাওয়ার যোগ্য না কোন কারণে।

যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করতে চান তারা অনলাইনের (Yuvashree Prakalpa Apply Online) মাধ্যমে আবেদন করতে পারবেন বাড়িতে বসেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular