HomeGovt Schemeবার্ধক্য ভাতা ২০২৩: আবেদন পদ্ধতি?কারা যোগ্য?| WB Old age Pension Scheme 2023

বার্ধক্য ভাতা ২০২৩: আবেদন পদ্ধতি?কারা যোগ্য?| WB Old age Pension Scheme 2023

শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্প- 2023 আবেদন। আজকের এই প্রতিবেদনে বার্ধক্য ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন। বার্ধক্য ভাতা আবেদন পদ্ধতি, বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক, বার্ধক্য ভাতার ফর্ম কোথায় পাবেন ইত্যাদি বিষয়ে বিশদে জানানোর জন্যই এই প্রতিবেদন।

প্রকল্পের নাম:

বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা(Old age pension scheme west bengal)

বার্ধক্য ভাতা কি ?

যেসব ব্যক্তির বয়স ৬০ বছর বা তার বেশি, এবং কোনরকম কাজ করার বা উপার্জন করার ক্ষমতায় নেই সরকার থেকে সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য এই প্রকল্প(West Bengal old age pension scheme)। আবেদনকারীদের প্রত্যেককে মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে।

Old Age Pension Scheme এর উদ্দেশ্য কি?

অনেক বয়স্ক ব্যক্তিরাই বাড়িতে একা থাকেন বা আর্থিকভাবে দুর্বল। তাদের আর কাজকর্ম করে খাওয়ার শক্তি নেই। তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্যই সরকার এর এই প্রকল্প।

বার্ধক্য ভাতা প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে?

বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনকারী প্রত্যেক ব্যক্তিকে মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। মাসের নির্দিষ্ট তারিখে ব্যাংক একাউন্টে ঢুকে যাবে এই প্রকল্পের টাকা।

আবেদন করার যোগ্যতা কি?

বার্ধক্য ভাতা প্রকল্প 2023 – এ আবেদন করার জন্য আপনার অবশ্যই 60 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে?

যে সমস্ত ব্যক্তিদের বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করার যোগ্যতা রয়েছে, তারা নিম্নলিখিত ডকুমেন্ট গুলি দিয়ে আবেদন করতে পারবেন।

  • আধার কার্ড
  • ভোটার কার্ড*
  • ডিজিটাল রেশন কার্ড
  • প্যান কার্ড*
  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
  • ব্যাংক অ্যাকাউন্ট এর নথি
    ‘*’ চিহ্নিত ডকুমেন্টগুলি যদি আপনার কাছে থাকে তবেই আপলোড করবেন, না থাকলেও চিন্তা করার দরকার নেই।

বার্ধক্য ভাতা ফর্ম কোথায় পাওয়া যায়?

নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার জন্য পিডিএফ ফর্ম (old age pension west bengal registration form) পেয়ে যাবেন।

ওপরে উল্লিখিত ডকুমেন্টগুলির এক কপি করে জেরক্স এবং বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন পত্রটি সম্পূর্ণ পূরণ করে বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে(Duare sarkar camp) জমা করতে পারেন।

আবেদন পত্রটি অনলাইনে ছাড়াও নিকটবর্তী বিডিও অফিস(BDO OFFICE) এবং দুয়ারে সরকার ক্যাম্পেও পেয়ে যাবেন।

বার্ধক্য ভাতা কিভাবে অনলাইন আবেদন করবেন?

আগে বার্ধক্য ভাতার আবেদন পদ্ধতি ছিল পুরোটাই অফলাইন। বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা করা যাচ্ছে কিনা সেটা নিয়ে অনেকেই ধোঁয়াশার মধ্যে আছেন। জেনে নিন পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতার অনলাইন আবেদন পদ্ধতি (how to apply for old age pension scheme, west bengal) নেই। তবে কেন্দ্রীয় বার্ধক্য ভাতার জন্য অনলাইনে আবেদন করা যায়।

পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প/ বিডিও অফিসে যোগাযোগ করতে হবে।

বার্ধক্য ভাতা ফর্ম PDF:

এই লিংক থেকে আপনারা বার্ধক্য ভাতার ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর প্রয়োজনীয় নথি নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প/ বিডিও অফিসে যোগাযোগ করুন।

Download Form:

Download PDF Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular