গতকাল অর্থাৎ ১০ মে তারিখে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ প্রকাশিত হবার পর উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল এর তারিখ নিয়ে বড় ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
গত ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হয়েছিল পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপর বেশ কিছুদিন কেটে গেছে, এখনো পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হয়নি। স্বাভাবিকভাবেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎকণ্ঠা বেড়ে চলেছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এর আগে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে মে মাসের চতুর্থ সপ্তাহে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2023) প্রকাশ করা হতে পারে। এছাড়াও তিনি বলেছিলেন যে, সময় মত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হলে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। সেই অনুযায়ী সংসদ প্রস্তুতিও নিচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ১০ জুনের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে। সংসদের একটি মহল দাবি করেছে যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হয়তো অতদিন অব্দি অপেক্ষা না করতেও হতে পারে। সে ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে মে মাসের শেষ সপ্তাহে বা জুন মাসের একদম প্রথমে।
উচ্চ মাধ্যমিকের মোট উত্তরপত্রের প্রায় ৮০ শতাংশ নম্বর জমা পড়ে গিয়েছিল গত এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যেই। মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে।
আগামী ১৯ মে শুক্রবার সকাল দশটায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2023) প্রকাশ করা হবে। মাধ্যমিক পরীক্ষার্থীরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকে তাদের ফলাফল দেখতে পারবেন।wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল চেক করা যাবে।