HomeResultমাধ্যমিক রেজাল্ট ২০২৪। (Check Now)। WBBSE Madhyamik Result 2024 | Exam365

মাধ্যমিক রেজাল্ট ২০২৪। (Check Now)। WBBSE Madhyamik Result 2024 | Exam365

অবশেষে আজ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ প্রকাশিত হচ্ছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ রাজ্যে শেষ হলো 2024 মাধ্যমিক পরীক্ষা।এই পেজে নীচের দিকে আপনারা WBBSE Madhyamik Result 2024 দেখার লিঙ্ক দেখা যাবে।

মধ্যমিক / দশম শ্রেণি পরীক্ষায় যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের সকলেই মাধ্যমিক রেজাল্ট ২০২৪ কবে প্রকাশিত হবে? সেটি নিয়ে চিন্তিত। তাই আমরা এই পেজে আপনাদের সাথে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ডাব্লুবিবিএসই) সদস্যরা পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ফলাফল প্রকাশিত করে থাকেন। সকলেই অনলাইনে রেজাল্ট চেক করতে পারবেন।

2024 মাধ্যমিক ফলাফল কবে প্রকাশিত হবে? এবিষয়ে বাংলা সংবাদমাধ্যমগুলির মাধ্যমে অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবছরের মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ প্রকাশিত করছে প্রেস রিলিজের মাধ্যমে।এবং আজ সকালে ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে।

অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হওয়ার আগেও সবার আগে আপনাদের “Exam365 Bengali” আগাম জানিয়েছিলো সঠিক তারিখ। আজকে আপনারাই মিলিয়ে নিন তারিখটি।

madhyamik result

অর্থাৎ এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে ২রা মে ২০২৪ তারিখে। সেইদিন সকাল ১০টার সময় অনলাইনে রেজাল্ট দেখা যাবে। নিম্নে আমরা বিস্তারিত বলেছি।

পর্ষদ এটাও জানিয়েছে অফিসিয়াল নোটিসের মাধ্যমে, সেটি হলো- মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট সংগ্রহ করতে পরীক্ষার্থীদের/ পিতা মাতা স্কুলে যেতে হবে। ৩ই জুন থেকেই এগুলি স্কুলে স্কুলে দেওয়া শুরু হয়ে যাবে।

সবার আগে রেজাল্ট দেখতে রেজাল্ট প্রকাশের দিন সকাল 12টার দিকে Google-এ ছাত্রছাত্রীরা “Madhyamik Result Exam365/ মাধ্যমিক রেজাল্ট exam365” লিখে সার্চ করলে বিস্তারিত জানতে পারবে। এর কারণ হলো একাধিক সাইট আছে মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য তাই সার্ভার প্রবলেম থাকলেও আমরা আপডেট করতে থাকবো কোন কোন সাইটে সার্ভার ঠিকাছে এবং রেজাল্ট দেখা যাচ্ছে এবং আমরা সেই লিঙ্ক আপডেট করে দেবো।

এই পেজের শেষে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪ দেখার লিঙ্ক দেওয়া থাকবে। ছাত্রছাত্রীরা সহজেই নিজেদের রেজাল্ট দেখতে পারবে।

West Bengal Madhyamik Result 2024- Details :

বোর্ড নাম:পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE)
পরীক্ষার সাল:2024
পরীক্ষার নাম:Madhyamik(মাধ্যমিক)
রেজাল্ট প্রকাশের তারিখ:2nd May 2023 (10 A.M)
অফিসিয়াল ওয়েবসাইট:wbbse.org
রেজাল্ট দেখার পোর্টাল:wbresults.nic.in

How To Check Madhyamik 2024 Result Online:

wbresults-nic-in-madhyamik-result-2024

ছাত্রছাত্রীরা মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য নিচে দেওয়া পদ্ধতিটি ফলো করতে পারে । ছাত্রছাত্রীরা নিজেদের মাধ্যমিক রেজাল্ট দেখে নিতে পারবে নিজেদের মোবাইল থেকে খুব সহজেই।

  • রেজাল্ট দেখার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। Website: wbresults.nic.in
  • এই ওয়েবসাইটে প্রবেশ করলে “Latest Announcement” অংশে লেখা “West Bengal Board of Secondary Education ( Madhyamik Pariksha ) Examination – 2024” লিঙ্কে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পরে নতুন একটি পেজ খুলে যাবে সেখানে সামান্য কিছু তথ্য জানতে চাওয়া হবে রেজাল্ট দেখার জন্য। ‘জন্মতারিখ(DOB)‘ ও ‘রোল নম্বর(ROLL NO)‘ দিতে হবে।
  • কোনোরকম স্পেস ছাড়াই একটি বক্সে রোল ও নম্বর লিখবেন একসাথে।
  • জন্মতারিখ লেখার সময় মনে রাখতে হবে জন্মতারিখ যেনো ‘তারিখ/মাস/বছর‘ ফরম্যাটে লেখা হয়। না হলে রেজাল্ট দেখাবে না।
  • এরপরে ‘Submit‘ বাটনে ক্লিক করলেই মাধ্যমিক 2024 রেজাল্ট দেখা যাবে।

কোন বিষয়ে কতো নম্বর,মোট কতো নম্বর হয়েছে সমস্ত কিছু ডিজিটাল মার্কসীটের মতো দেখাবে। নিজেদের সুবিধার্থে স্ক্রিনশট তুলে রাখা যেতে পারে।

WB Madhyamik 2024 Result Check Website :

(রেজাল্ট দেখা যাবে 2ই মে ১২টা থেকেই, নীচের লিঙ্কে ক্লিক করে…👇)

madhyamik result direct link 2024

How can I check my Madhyamik Result 2024 by SMS?

ইন্টারনেট না থাকলেও এই পদ্ধতিতে ছাত্রছাত্রীরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে। ম্যাসেজ করা যায় এমন ফোন থেকে এই জিনিস লিখে পাঠালেই মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে নির্দিষ্ট নম্বরে।

ফোন থেকে লিখতে হবে “WB10<space> Roll Number.” এবং এটি পাঠাতে হবে 5676750 এর মধ্যে যেকোনো একটি নম্বরে।

তবে এই পদ্ধতিটি একটু ধির গতির যেজন্য সকলেই ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পছন্দ করে।

Pre-registration Process for Madhyamik Result 2024:

  • এই পদ্ধতিটি রেজাল্ট প্রকাশিত হওয়ার অনেক আগে করা যায়।
  • বিভিন্ন ওয়েবসাইট আগে থাকতে প্রার্থীদের তথ্য নিয়ে রাখে।
  • রেজাল্ট প্রকাশিত হলেই সকলের ইমেল/ ম্যাসেজ মারফত রেজাল্ট পাঠিয়ে থাকে।

Pre-registration-Process-for-Madhyamik-Result-2024

  • এই পদ্ধতি বিভিন্ন বড় বড় সংবাদমাধ্যমগুলি করে থাকে।
  • সেখানে তুমি তোমার নাম, রোল নম্বর, একাদশ শ্রেণীতে কি নিয়ে পড়তে ইচ্ছুক, ইমেল, ফোন নম্বর বসিয়ে রেজিস্টার করতে পারবে।
  • তবে এই পদ্ধতিটি খুব একটি ভালো না। কারণ রেজাল্ট দেখার জন্য তোমার সব তথ্য তাঁরা জমা করতে থাকে।

Grade Scale and Performance Indicator:

Grade ScaleLetter GradePerformance Indicator
90 -100AAOutstanding
80-89A+Excellent
69-79AVery Good
45-59B+Good
35-44BSatisfactory
25-34CMarginal
Below 25DDisqualified

এই পেজে থেকে আশা করছি মাধ্যমিকের রেজাল্ট দেখার পদ্ধতিগুলি জানতে পারলেন। আমরা প্রতিটা উপায় এখানে শেয়ার করেছি মাধ্যমিক ফলাফল চেক করার জন্য ।

 

ছাত্রছাত্রীদের মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত ক্রমাগত করতে থাকা FAQ:-

◾মাধ্যমিক রেজাল্ট মোবাইলে দেখা যাবে?
➡ হ্যাঁ, ইন্টারনেট থাকলেই সহজেই মোবাইল থেকে ছাত্রছাত্রীরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে।

◾মাধ্যমিকের Marksheet কবে দেওয়া হবে?
➡২রা মে থেকেই থেকে অভিভাবকদের/ ছাত্রছাত্রীদের স্কুলে গিয়ে মাধ্যমিকের মার্কশিট আনতে হবে।

◾মাধ্যমিক রেজাল্ট 2024 কবে দেবে?
➡ অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট ২ই মে (অফিসিয়াল ) সকাল 10 টার সময় দেওয়া হবে।

◾পশ্চিমবঙ্গ মাধ্যমিক রেজাল্ট 2024 দেখার Website কি কি আছে?
➡ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য @wbresults.nic.in ওয়েবসাইট আছে।

শেষকিছু কথা:-

আশাকরছি পোষ্টটি সকলের ভালো লেগেছে। এই পোষ্টটি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে অবশ্যই শেয়ার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular