HomeJob updatesWBPSC Vacancy: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে কর্মী নিয়োগ,...

WBPSC Vacancy: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত চাকরির খবর। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের(WBPSC) পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের ফুড প্রসেসিং দপ্তরে কর্মী নিয়োগ(WB Food Processing Recruitment) করা হবে।খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ তথা Department of Food Processing Industries & Horticulture এর তরফে নেওয়া হবে কর্মী।

পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন। এখানে কর্মীদের উচ্চ হারে মাসিক বেতন দেওয়া হবে।

রাজ্যের ফুড প্রসেসিং দপ্তরে আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পদের নাম-

ডিরেক্টর অফ্ হর্টিকালচার

মোট শূন্যপদ-

1 টি

মাসিক বেতন-

মাসিক বেতন 1,23,100/- টাকা থেকে সর্বোচ্চ 1,91,800/- টাকা অব্দি হতে পারে।

আবেদন শুরু-

25/05/2023

আবেদন শেষ-

15/06/2023

বয়সসীমা-

সর্বাধিক ৫৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী পাশ করে থাকতে হবে। তার সাথে বাংলা ভাষা বলার ও লেখার দক্ষতা থাকতে হবে।

আবেদন মূল্য-

আবেদন মূল্য হিসেবে ২১০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন পদ্ধতি-

WBPSC – পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। এবং আবেদনমূল্য জমা করার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Important Links

Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular