ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে UBI Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
Union Bank of India Clerk Recruitment 2023 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ভারতবর্ষের নাগরিক হলে তবেই আবেদন করা যাবে। নূন্যতম স্নাতক পাশেই আবেদন করা যাবে।
Union Bank of India Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, বয়সসীমা, আবেদন শুরু ও শেষের তারিখ, মাসিক বেতন, মোট শূন্যপদ,আবেদন মূল্য, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সঠিক ও নির্ভুলভাবে জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Single Window Operator- ‘A’ / Clerk
মোট শূন্যপদ-
মোট 11 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতি মাসে 17,900-47,920/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 19/04/2023
আবেদন শেষ- 09/05/2023
বয়সসীমা-
আবেদনকারীর বয়স 18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
এই পদে আবেদনের জন্য ভারত সরকার স্বকৃীত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ হতে হবে। কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষা, ফিল্ড টেস্ট এবং Sports Proficiency -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
জেনারেল ও ওবিসিদের জন্য 850/- টাকা এবং এসসি এসটিদের জন্য 175/- টাকা আবেদন মূল্য দিতে হবে।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক গিয়ে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
- নির্ধারিত আবেদন মূল্য জমা করতে হবে।
- শেষে সবকিছু মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 09/05/2023
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here