পরীক্ষার পরে দীর্ঘ সাতমাস পার হয়ে গেলেও হয়নি এখনো টেটের ফলপ্রকাশ। দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। এবার সব অপেক্ষার অবসান ঘটবে এমনটাই আশার কথা শোনালো পর্ষদ। আগামী জুলাই মাসের প্রকাশ পেতে চলেছে টেট অর্থাৎ Teacher Eligibility Test এর ফলাফল।
পর্ষদের তরফে জানা গেছে যে অ্যানসার কি মিলিয়ে দেখাতেই অধিক সময় ব্যয় হয়েছে পর্ষদের। এবারে ফাইনাল কি অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের উত্তর প্রকাশ করা হবে পর্ষদের ওয়েবসাইটে এবং এরপরেই আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই প্রকাশ পেতে পারে টেট পরীক্ষার ফলাফল।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল যে বছরে দুইবার নেওয়া হবে টেট পরীক্ষা এবং সেই অনুসারেই দ্বিতীয় পরীক্ষা গ্রহণ করা হয় ২০২৩ সালের ২৪ ডিসেম্বর। যদিও এবারের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় ৫০% কম ছিল বলেই জানা গেছে।
এছাড়াও যতজন পরীক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, ততজন পরীক্ষার্থী পরীক্ষার দিন আসেন নি। রেজিস্টার করেছিলেন ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন এবং পরীক্ষাতে বসেন প্রায় ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী।
গত ৭ই মে টেট পরীক্ষার অ্যানসার কি প্রকাশের পরে প্রশ্নের উত্তর সম্পর্কে দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের। অবশেষে সেই প্রক্রিয়া শেষ হয়েছে। প্রকাশিত হবে ফাইনাল অ্যানসার কি। তারপরেই ফলাফল প্রকাশিত হবে টেট পরীক্ষার।