HomeDAপুজোর আগেই DA আন্দোলন নিয়ে বড়ো পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

পুজোর আগেই DA আন্দোলন নিয়ে বড়ো পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

বহুদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘভাতা এবং কেন্দ্রীয় হারে মহার্ঘভতার দাবিতে আন্দোলন করে চলেছেন। এদিকে সামনেই রয়েছে দুর্গাপুজো। তাই রাজ্যের সরকারি কর্মচারীরা আশা করছেন যে পুজোর আগেই তাদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে সরকার। বিভিন্ন সূত্র মারফত খবর, কেন্দ্র সরকার(Central Government) শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ থেকে ৪ শতাংশ বাড়াতে পারে। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে রাজ্যের সরকারি কর্মচারীদেরও ভাগ্য খুলতে পারে কিছুটা। DA বাড়ালেও বাড়াতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনো কোন বক্তব্য পেশ করা হয়নি। তবে রাজ্য সরকারি কর্মচারীরা পূজোর আগেই একটি বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন। সরকারি কর্মচারীদের সংগঠন বিধানসভা অভিযানের ডাক দিয়েছে। সেদিন তারা বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করবেন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যৌথ মঞ্চের সদস্যরা প্রায় ২০০ দিন ধরে শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ করছেন। আগামী ২৩ আগস্ট বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই দিন হাজার হাজার কর্মীরা মিছিলে অংশগ্রহণ করবেন। সুবোধ মল্লিক স্কয়ার থেকে শুরু হয়ে বিধানসভা পর্যন্ত যাবে এই মিছিল। মুখ্যমন্ত্রীর(Mamata Bandopadhyay) সাথে দেখা করে বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের আবেদন জানানো হবে।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, এই দিনের অভিযানে কোন রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। সম্পূর্ণ অরাজনৈতিক অভিযান হবে এটি। তবে বিরোধী দলনেতা সহ অন্যান্য নেতারা ও যাতে মহার্ঘভাতার(Dearness Allowance) দাবি বিধানসভায় জানান, সেই বিষয়েও বলা হয়েছে।

শুধুমাত্র এই অভিযানই নয়, সামনে রয়েছে আরও বড় একটি পরিকল্পনা। ১৫ ই সেপ্টেম্বর বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ দেখানো হবে ওয়াই চ্যানেলে। রাজ্য সরকারি কর্মচারীরা সেদিন সেখানে উপস্থিত থাকবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular