HomeJob updatesকেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার নিয়োগ, জানুন বিস্তারিত।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার নিয়োগ, জানুন বিস্তারিত।

আপনি কি Chemical Engineering এ Post Graduate ডিগ্রি লাভ করেছেন? তাহলে আপনার জন্য সুখবর আছে। কেন্দ্রীয় সংস্থা Rajib Gandhi Institute of Petroleum Technology এর Petroleum Engineering and Geo Engineering Department এর তরফে নিয়োগ করার কথা জানিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি (Notification) এবং Chemical Engineering এ স্নাতকোত্তর (Post Graduation) করা আছে এমনই কাউকে সুযোগ দেওয়া হবে। জেনে নিন বিস্তারিত। (RGIPT Recruitment)

প্রকল্পের নাম:

Microwave-Assisted Mobilization of Viscous Crude Oil for Improved Oil Recovery and Flow Assurance Applications: A Study on Lab-to-Field Approach.

প্রকল্পের মেয়াদ:

আট মাস।

শূন্যপদের সংখ্যা:

২টি।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে।

আবেদনের যোগ্যতা:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Petroleum/Chemical/Mechanical অথবা সমতুল্য কোনো বিষয়ে ৬০% নম্বরসহ Post Graduation বা Graduation Degree থাকতে হবে।
  • ii) যদি প্রার্থীর Chemistry বিষয়ে Master of Science অর্থাৎ Msc করা থাকে, তাহলে তিনিও আবেদন করতে পারবেন তবে এই ক্ষেত্রে প্রার্থীর স্নাতকোত্তর (Post Graduation) স্তরে ৬৫% নম্বর থাকা বাধ্যতামূলক।
  • iii) এছাড়াও আবেদনকারী প্রার্থীদের National Eligibility Test অর্থাৎ NET কিংবা Graduate Aptitude Test অর্থাৎ GATE পরীক্ষায় উত্তীর্ণ (Passed) হতে হবে।

পারিশ্রমিক:

নিযুক্ত প্রার্থীরা মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে মেইলের (Mail) মাধ্যমে জীবনপঞ্জি-সহ আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:

আগামী ১৪ই অগস্ট, ২০২৩ পর্যন্ত।

এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখতে হবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular