পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী তথা সারা দেশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যে সমস্ত চাকরিপ্রার্থীদের ব্যাংকে চাকরি করার ইচ্ছা রয়েছে তাদের জন্য রয়েছে একটি ভালো খবর। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে সারাদেশে জুনিয়র স্টাফ পদে নিয়োগের(RBI Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের একাধিক রাজ্যের বিভিন্ন ব্রাঞ্চে কর্মীদের নিয়োগ করা হবে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। (RBI Junior Staff Recruitment)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে জুনিয়র স্টাফ বা জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
পদের নাম-
জুনিয়র ইঞ্জিনিয়ার
মোট শূন্যপদ-
মোট ৩৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতিমাসে বেতন দেওয়া হবে ৩৩৯০০ টাকা।
আবেদন শেষ-
৩০/০৬/২০২৩
বয়সসীমা-
২০ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সরকারি নিয়ম মেনে তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এছাড়া শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।
আবশ্যিক যোগ্যতা-
যেকোনো স্বীকৃত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬৫% পেয়ে উত্তীর্ণ হতে হবে।
তপশিলি জাতিভুক্ত এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
অথবা, সিভিল অথবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সাধারণ প্রার্থীদের নম্বর লাগবে ৫৫ % এবং তপশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য নম্বর লাগবে ৪৫ %।
নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে আগামী ১৫ই জুলাই।
আবেদন মূল্য-
অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৪৫০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ibpsonline.ibps.in এ ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
আবেদন মূল্য জমা করতে পারেন ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
Important Links
Official Website: Click Here