সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(RBI) অফিসিয়াল ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ, পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন। (RBI Grade-B Notification)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টাফ পদে নিয়োগের মোট শূন্য পদ ,শিক্ষাগত যোগ্যতা ,বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম-
Officer in Gr B (DR) – General,
Officer in Gr B (DR) – DEPR,
Officer in Gr B (DR) – DSIM
মোট শূন্যপদ-
মোট ২৯১ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
১,১৬,৯১৪ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শেষ-
৯/৬/২০২৩
বয়সসীমা-
২১ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
Economics/Mathematical Statistics/ Mathematical Economics/ Statistics/ Statistics & Informatics/ Applied Statistic Econometrics বিষয়গুলিতে মাস্টার্স ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি-
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি-
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।ibpsonline.ibps.in ওয়েবসাইটে ঢুকে প্রথমে প্রার্থীদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here