RBI বা Reserve Bank of India হলো ভারতের মূল কারেন্সি রেগুলেটিং ব্যাঙ্ক। সম্প্রতি RBI এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি যেখানে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা (Resident of West Bengal) করতে পারেন এই পদের জন্য আবেদন। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন। (RBI Recruitment)
পদের নাম:
RBI A
মোট শূন্যপদ:
৪৫০ টি। (General– ২৪১ টি, EWS– ৩৭ টি, OBC– ৭১ টি, ST– ৫৬ টি, SC– ৪৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীদের ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির যেকোনো একটিতে ন্যূনতম ৫০% নাম্বার সহ স্নাতক পাশ (Graduation Passed) করতে হবে।
ii) প্রার্থীদের Computer সম্পর্কে জ্ঞান (Knowledge) থাকতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীদের Basic Pay হবে ২০,৭০০/- টাকা।
বয়সসীমা:
i) আবেদনকারীর বয়স হতে হবে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনকারী প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি (Verified Phone Number and Email Address) থাকা আবশ্যক।
iii) আবেদনের জন্য প্রার্থীদের নিজের সমস্ত প্রয়োজনীয় নথিগুলি সমেত আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনপত্র ও সমস্ত তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
আবেদন ফি:
i) Unreserved Category: ৪৫০/- টাকা + ১৮% GST হিসাবে আবেদন ফি ধার্য করা হয়েছে।
ii) Reserved Category: ৫০/- টাকা + ১৮% GST হিসেবে আবেদন ফি ধার্য করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি:
i) Preliminary Exam: ১০০ নম্বর
ii) Main Exam: ২০০ নম্বর
আবেদনের শেষ তারিখ:
আগামী ৪ অক্টোবর, ২০২৩
নিয়োগ সংক্রান্ত অন্য আরো বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট (Website) চেক করুন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh