HomeEducation NewsWBPSC Miscellaneous পরীক্ষার প্রস্তুতির বিশেষ কোর্স রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে।

WBPSC Miscellaneous পরীক্ষার প্রস্তুতির বিশেষ কোর্স রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে কর্মী নিয়োগ করার জন্য রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি মিসলেনিয়াস পরীক্ষার আয়োজন করা হয়। মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন (Miscellaneous Services Recruitment Examination) পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য পরীক্ষাগুলির মতো এই পরীক্ষার জন্যও অনেক পরীক্ষার্থীরা প্রস্তুতি নেন। আর তাদের জন্যই বড় সুযোগ আনতে চলেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ।

পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য অনলাইন কোর্স নিয়ে হাজির হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে সেই মর্মে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মহেন্দ্র এডুকেশন প্রাইভেট লিমিটেড এর সাথে একই সাথে যুক্ত হয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এই কোর্সের আয়োজন করছে।

প্রিলিমিনারি পরীক্ষা, মক টেস্ট অনলাইন কোচিং এবং মেইন পরীক্ষার জন্য প্রস্তুতির আয়োজন করা হবে এখানে। পুরুষ এবং মহিলা উভয়েই ভর্তি হতে পারবেন এই কোর্সে। আগামী বছর আয়োজিত হতে চলেছে মিসলেনিয়াস পরীক্ষা (Miscellaneous Exam 2024)। তারই প্রস্তুতিপর্বের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত তরফ থেকে।

মোট কতগুলি আসনে ভর্তি নেওয়া হবে?

মোট ১০০ জন পড়ুয়া এই কোর্সে ভর্তি হতে পারবেন।

See also  শুরু হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের! জেনে নিন বিস্তারিত।

কোর্স মূল্য কত?

এই কোর্স মূল্য ৪০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোর্সের সময়সীমা কত?

কোর্স চলবে প্রায় দশ মাস। ৪০০ ঘন্টারও বেশি সময় ধরে ক্লাস হবে।

কখন ক্লাস হবে?

প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ক্লাসে যোগদান করতে পারবেন।

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের তরফে পড়ুয়াদের স্টাডি ম্যাটেরিয়াল, মূল্যায়নের জন্য অনলাইন টেস্ট, মক টেস্ট, নোটস দেওয়া ছাড়াও বিভিন্ন বিষয়ে গাইড করা হবে। শেখানো হবে বিভিন্ন শর্টকাট টেকনিক এবং ম্যানেজমেন্ট স্কিল।

যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তারা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত নথি সহযোগে আবেদন করতে পারেন। এছাড়াও বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular