কৃষকবন্ধু প্রকল্প (নতুন) 2023 পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বা নথিভুক্ত ভাগচাষিরা ২ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা পেতে পারে।এছাড়াও কৃষকদের বছরের নির্দিষ্ট খারিফ এবং রবি মরসুমে ৫০০০ টাকার সাহায্য করা এই প্রকল্পের উদ্দেশ্যে। তবে নতুন কৃষক বন্ধু প্রকল্পে এবার থেকে ১০০০০ টাকা প্রদান করা হবে।
কৃষক বন্ধু প্রকল্প কি ?
কৃষকদের পাশে থাকার জন্যই এই Krishak Bandhu প্রকল্প। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের অনুদান এবং মৃত্যুজনিত সহায়তা (জীবনবীমা ) সুবিধা প্রদান করেন।
ছোট-মাঝারি কৃষকদের যাতে ঋণ নিয়ে চান করতে না হয়, সেজন্য বছরে দুইবার কৃষকবন্ধু প্রকল্প-র দ্বারা আনুদান প্রদান করে চাষিদের সাহায্য করা। বর্তমানে ১০ হাজার টাকার অনুদান প্রদান করা হচ্ছে।
Krishak Bandhu Prokalpa-র জন্য যোগ্যতা?
- কৃষকের চাষযোগ্য জমি থাকতে হবে। সেটি পাট্টা জমি অথবা নিজের জমি কিংবা বর্গাদার জমিও হলে চলবে।
- পশ্চিমবঙ্গের কৃষক হতে হবে ।
- কৃষকের বয়স ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।
- কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে।
- কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেওয়া হবে?
- কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়েছে বর্তমানে আগে দেওয়া হতো ন্যূনতম ২০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা।
- তবে সেই অনুদান বৃদ্ধি করে বর্তমানে নূন্যতম ৪০০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০০ টাকা করা হয়েছে।
কৃষকবন্ধু প্রকল্পের উদ্দেশ্য কি?
উপযুক্ত পশ্চিমবঙ্গের কৃষকদের ২ লক্ষ টাকার জীবনবিমা (Life Cover Insurance) প্রদান করা। ক্রপ কভার ইনস্যুরেন্স/ ফসল বিমা প্রদান করা । ন্যূনতম টাকার জন্য কৃষকদের ঋণমুক্ত যাতে না হতে হয়।
কৃষি উপকরণ বিক্রয়ের সাহায্যার্থে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে খরিফ ও রবি চাষ শুরুর আগে কৃষি উপকরণ করায় সুবিধার্থে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে দুই কিস্তিতে সর্বাধিকব ১০ হাজার টাকা অনুদান পাওয়া যাবে।
মৃত্যুজনিত সহায়তার জন্য কৃষকবন্ধু প্রকল্পে কোনো কৃষক বা নথিভুক্ত ভাগচাষির মৃত্যু ঘটে গেলে আইনসম্মত উত্তরাধিকার এককালীন ২ লাখ টাকা অনুদান পাবেন ।
পশ্চিমবঙ্গের এই প্রকল্পের জন্য কী কী নথি লাগবে?
- কৃষকের জমির দলিল (প্রমানের জন্য)
- কৃষকের ভোটার কার্ড (জেরক্স)
- কৃষকের আধার কার্ড (জেরক্স)
- কৃষকের পাসফোট সাইজ ছবি।
- ব্যাঙ্কের পাশবই জেরক্স
- কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন?
- পশ্চিমবঙ্গের কৃষক।
কৃষক বন্ধু প্রকল্প চেক করার নিয়ম ?
অনেকেই জানতে চান কৃষক বন্ধু প্রকল্প নামের লিস্ট 2023-2024 সম্পর্কে। আপনারা নিচের লিঙ্ক থেকে Krishak Bandhu Status Check Online করতে পারবেন।
আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে চেক করতে পারবেন আপনার আবেদনের স্ট্যাটাস সম্পর্কে।
Click Here For Status Check:- Check Now
এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে ?
বছরে দুবার অনুদান দেওয়া হবে চাষের জন্য । এবং মৃত্যুজনিত সহায়তার টাকা কৃষকের মৃত্যুর ১৫ দিনের মধ্যে দেওয়া হবে।
টাকা দেওয়া হবে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি।
কৃষকবন্ধু প্রকল্পে আবেদন পদ্ধতি?
আপনি চায়লে নিখরচায় দুয়ারে সরকার কাম্পের সাহায্যে আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প বছরে দুবার হয়ে থাকে। কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের আবেদন ফর্ম ফিলাপ করে আপনি দুয়ারে সরকার কাম্পে জমা করতে পারেন।
অথবা গ্রামীণ এলাকায় বিডিও অফিসে এবং শহর এলাকাতে মহাকুমাশাসকের অফিসে জমা করতে পারন। বা কৃষি অফিসে জমা করতে পারেন।