Homeজীবনীগতানুগতিক পড়াশোনা না করে, কলেজের গণ্ডি না পেরিয়েই আজ বাংলার এই মেয়ে...

গতানুগতিক পড়াশোনা না করে, কলেজের গণ্ডি না পেরিয়েই আজ বাংলার এই মেয়ে IAS! জানুন তাঁর কাহিনী।

মানুষের ইচ্ছেশক্তির আগে কিছু নেই! অদম্য সাহস এবং জেদ থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। আর এই কথাটিই সত্য প্রমাণ করে দেখালো বাংলার মেয়ে সামা পারভিন। জীবনে কোনদিন কলেজের গণ্ডি পার না করে, শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমের দ্বারা হয়ে উঠেছে আজ সে IAS Officer যার গল্প হলেও সত্যি জীবনের কাহিনী সবার জন্য নীতিশিক্ষামূলক। তাহলে আসুন জেনে নেওয়া যাক সামার জীবনের কাহিনী।

বাংলার মেয়ে সামা পারভিনের বাড়ি জলপাইগুড়ি জেলায়। শুনলে অবাক হবেন যে IAS Officer সামা পারভিন কোনোদিন কলেজের গণ্ডিটুকুও পেরোয় নি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। তার পারিবারিক অসচ্ছলতার কারণে যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে তার দিন কেটেছে। স্কুলজীবনও খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে তার।

টাকার অভাবে মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিতে হয় তাকে। কিন্তু সেই মেয়েই আজ UPSC বা Union Public Service Commission এর IAS Officer! কিভাবে হলো এই অসাধ্য সাধন? আসুন জেনে নিই। সম্প্রতি UPSC পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণের জন্য এক বিশেষ কর্মশালার আয়োজন করেছিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। এখানেই নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন জেলাশাসক সামা পারভিন। যা শুনে সকলেই অবাক। কি বলেছেন তিনি? জানা যাক।

সামা পারভিন যে গরিব পরিবারের সন্তান তার ব্যাপারে বলেন। এমনকি তাঁর মা কখনো স্কুলে যান নি। সামা উচ্চমাধ্যমিক পাশের পরেই সামা রেলে চাকরি করা শুরু করেন কিন্তু থেমে থাকেন না। যেভাবেই হোক IAS Officer হতেই হবে, এমন জেদ নিয়ে পরীক্ষা দেওয়া শুরু করেন তিনি Distance Learning এ। UPSC পরীক্ষায় বেশ কয়েকবার অসফলতার পরে সফলতা অর্জন করেন তিনি।

স্বাভাবিকভাবেই এই কর্মশালা ভবিষ্যতের ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সবাই সামার কাহিনী থেকে কিছু না কিছু শিখতে পেরেছে বলেই মনে করা হচ্ছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular